পরিবেশবিদ অধ্যাপক নজরুলকে সংবর্ধনা

বিশিষ্ট পরিবেশবিদ অধ্যাপক ড. নজরুল ইসলামকে মুন্সীগঞ্জে সংবর্ধনা দেয় হয়েছে। জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ উপলক্ষে বাপা মুন্সীগঞ্জ শাখার সভাপতি এ্যাড মজিবুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড ইমারত হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড অজয় কুমার চক্রবর্তী, প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সাধারণ সম্পাদক তানভীর হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এ্যাড শাহীন আমানুল্লাহ, এ্যাড আশরাফুজ্জামান, এ্যাড হুমায়ুন কবির শাহীন, সুলভ রঞ্জন কর, মকবুল হোসেন দেওয়ান ও মোঃ জাহাঙ্গীর হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানে গ্লোবাল কো-অর্ডিনেটর বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও বাপা সহ-সভাপতি আধ্যাপক ড. নজরুল ইসলাম অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন পরিবেশ রক্ষায় সকলকে পরিবেশবান্ধব ক্ষেত্র তৈরি করতে ঐক্যবদ্ধ হতে হবে। মুন্সীগঞ্জের এই কৃতী সন্তানকে দেয়া এ সংবর্ধনা অনুষ্ঠানের যৌথ আয়োজন করেন মুন্সীগঞ্জ শাখার বাপা আই এফআইসি নদী ও পরিবেশ কমিটি , শতায়ু সংঘ, সনাক ও বাংলাদেশ মানবাধিকর কাউন্সিল ।

জনকন্ঠ

Leave a Reply