অবৈধভাবে গ্যাস পাইপ লাইন নেয়ার চেষ্টাকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ভবেরচর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সাখাওয়াত হোসেন (২১), হুমাযুন কবির (২৭), রফিক (২২), রমজান আলী (৩৮) ও আনোয়ার হোসেন (২৭)। তাদের বাড়ি গজারিয়া উপজেলায়।
গজারিয়া থানার পরির্দশক মো. কামাল হোসেন জানান, অবৈধভাবে গ্যাস লাইন নেয়ার অভিযোগে তাদের আটক করা হয়। তারা গ্যাস সংযোগ পাওয়ার জন্য আবেদন করলেও অনুমতি পাওয়ার আগে নিজেরাই গ্যাস সংযোগ নেয়ার চেষ্টা চালায়।
তিতাস গ্যাসের সহকারি ব্যবস্থাপক রেজাউল করিম বাদী হয়ে বিকেলে গজারিয়া থানায় মামলা করেছেন।
নতুন বার্তা
Leave a Reply