চরডিংকিং গ্রামে ট্রলারের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার সংলগ্ন চরডিংকিং গ্রামে ইঞ্জিন চালিত ট্রলারের ধাক্কায় সাকিব(১১) নামে এক স্কুলছাত্র মারা গেছে। শনিবার সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। সাকিব চর বানিয়াল গ্রামের সুবল শনির ছেলে। সে স্থানীয় চরডিংকিং গ্রামের একটি বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

জানা গেছে, সকালে স্কুলছাত্র সাকিব ট্রলারে পদ্মার শাখা নদী পার হয়ে শরীয়তপুর জেলার চরডিংকিং গ্রামের স্কুলে যাচ্ছিল। ট্রলারটি ঘাটে ভেড়ানোর সময় জোরে ধাক্কা লাগলে সে ট্রলারের মধ্যে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়।

এরপর তাকে আহতবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসাপাতালে ভর্তি করা হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

সদর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply