ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষের জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের গজারিয়ার দত্তেরচর গ্রামে হামলা চালিয়ে ৮টি বাড়িঘর ভাংচুর, ২টি বসতঘরে অগ্নিসংযোগ ও ১৫টি গরু-ছাগল, স্বর্ণালংকার বিভিন্ন মালামাল লুটপাট চালিয়েছে কদমতলী গ্রামবাসী।
এ সময় কলেজ ছাত্র ওমর ফারুক শাকিল (১৮), স্কুলছাত্রী মাহমুদা বেগমসহ ৩০ নারী পুরুষ আহত হয়েছে। আহতদের মধ্যে কলেজ ছাত্র ওমর ফারুক শাকিলসহ বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের গজারিয়ার ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি স্থাণীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
গত সোমবার বিকালে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষের জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের কদমতলী গ্রামবাসী টেটা, জুইত্যা, বল্লমসহ বিভিন্ন অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে দত্তেরচর গ্রামে অর্তকিত হামলা চালায় বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।
গ্রামবাসী জানায়, কদমতলী গ্রামবাসী হামলা চালিয়ে দত্তেরচর গ্রামের বারেক মিয়ার ২টি ঘর ভাংচুর-অগ্নিসংযোগ করে। এছাড়া মোহাম্মদ হোসেন, আয়নাল মিয়া, শাহাবুদ্দিন মিয়ার ঘরসহ ৮টি বসতঘর ভাংচুর ও লুটপাট করে। এছাড়া অগ্নিসংযোগে বারেক মিয়ার ৩টি গরু অগ্নিদদ্ধ হয়ে মারা গেছে।
গজারিয়া থানার এসআই বেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর দুই গ্রামাবাসী আতœগোপনে চলে গেছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
আমাদের সময়
============
গজারিয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দত্তেরচর ও কদমতলী গ্রামে ২ গ্রুপের হামলায় ৩০ জন আহত হন। এরমধ্যে কয়েকজন টেঁটাবিদ্ধ হন। আগুনে দুটি বসতঘরের কয়েক লাখ টাকার মালপত্র পুড়ে গেছে। ৩টি গরু দগ্ধ হয়েছে। ১৫টি গরু লুট করা হয়েছে। আহতদের অধিকাংশ স্কুল-কলেজের ছাত্র। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এ সংঘর্ষ চলে।
এদিকে পুলিশের গ্রেফতারের ভয়ে গতকাল বুধবার ভোরে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ওই ২টি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গতকাল সকালে দত্তেরচর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী বাদী হয়ে কদমতলী গ্রামের অর্ধশত বাসিন্দাকে আসামি করে গজারিয়া থানায় মামলা করেছেন।
আহতদের মধ্যে কলেজছাত্র ওমর ফারুক শাকিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর আহত স্কুলছাত্রী মাহমুদা বেগমসহ হোসনে আরা, শাহাবুদ্দিন, জান্নাত বেগম, লাইলী বেগম, শাহানারা বেগম, শাওন, রুমিকে গজারিয়া উপজেলার ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
বাকিদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। টেঁটাবিদ্ধ অবস্থায় দু’জনকে ঢাকায় প্রাইভেট হাসপাতালে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গজারিয়া থানার এসআই বেলাল উদ্দিন জানান, উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের কদমতলী গ্রামবাসী জুঁইত্যা, টেঁটাসহ ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় দত্তেরচর গ্রামবাসীর ওপর হামলা চালায়। এ সময় দত্তেরচর গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিপক্ষ কদমতলী গ্রামবাসীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে উভয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ ৩০ জন আহত হন। এক পর্যায়ে কদমতলী গ্রামবাসী দত্তেরচর গ্রামের বারেক মিয়ার বসতঘর ও গোয়ালঘরে অগি্নসংযোগ করে। এতে ওই ২টি বসতঘর পুড়ে যায়। গোয়ালঘরের ভেতর আগুনে ঝলসে ঘটনাস্থলেই মারা পড়ে ৩টি গরু।
দত্তেরচর গ্রামের মোহাম্মদ হোসেন, শাহাবুদ্দিন ও আয়নালের ৮টি বসতঘরে ব্যাপক ভাংচুর ও ১৫টি গরু লুটে নেওয়া হয়। খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল দত্তেরচর ও কদমতলী গ্রামে গেলে সংঘর্ষে লিপ্ত উভয় গ্রামের বাসিন্দারা পালিয়ে যায়।
মাত্র একদিনের ব্যবধানে গজারিয়ার দত্তেরচর ও কদমতলী গ্রামের বাসিন্দারা দুই দফায় সংঘর্ষে লিপ্ত হয়। গত সোমবার বিকেলে ওই দুই গ্রামের মধ্যে এক প্রীতি ক্রিকেট খেলা চলাকালে এলাকাবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ওই সংঘর্ষের জের ধরেই মঙ্গলবার রাতে ফের সংঘর্ষ, অগি্নসংযোগ ও লুটপাটে লিপ্ত হয় দুই গ্রামের বাসিন্দারা।
সমকাল
Leave a Reply