আরিফ হোসেন: শ্রীনগরে সালিশ মিমাংসার জুতাপেটা ভিডিও করার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্যারোডি গান রচনাকে কেন্দ্র করে উপজেলার লস্করপুর এলাকায় এ ঘটনা ঘটে। সালিশে অমানবিক সাজা প্রদান করার কারনে এক পর্যায়ে ইউপি চেয়ারম্যানের উপর গ্রামবাসী চড়াও হয়ে উঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকাবাসী জানায় লস্করপুর গ্রামের শওকত (১৫), রুমান (১৮) হানিফ (১৪), টিটু (১২) ও সাইফুল (১২) একটি পরিত্যক্ত পুকুরে মাছ ধরতে গেলে ঐ এলাকার মাছ ব্যবসায়ী আলী খা (৪৫) তাদের গালাগাল করে। পরে ঐ কিশোররা মিলে আলী খাকে ব্যঙ্গ করে একটি প্যারোডি গান রচনা করে মোবাইলের মাধ্যমে এলাকায় ছড়িয়ে দেয়।
এ ঘটনায় গতকাল সন্ধায় লস্করপুর গ্রামে হাসাড়া ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আহসান হাবীবের সভাপতিত্বে সালিশ মিমাংসা বসে। সালিশে শতকত কে পঞ্চাশ হাজার, রুমানকে চলিশ হাজার, হানিফকে পয়ত্রিশ হাজার টাকা জরিমানা ও অভিযুক্তদের সবাইকে শারীরীক ভাবে শাষন করার রায় দেওয়া হয়। রায়ের পর তাদেরকে জুতাপেটা করার সময় একজন এ দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করায় সময় চেয়ারম্যান মোবাইল ফোনটি কেড়ে নিয়ে আছার দিয়ে ভেঙ্গে ফেলে। হুমায়ূন (৩০) নামে একজন এ ঘটনার প্রতিবাদ করলে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে হুমায়ূন ও ইব্রাহিম নামে দুজন আহত হয়। শ্রীনগর থানার এসআই অটল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এ ব্যপারে হাসাড়া ইউপি চেয়ারম্যান আহসান হাবীব বলেন, ছোট একটি ঘটনাকে বড় করে দেখা হচ্ছে। আমারা কোন শারীরীক সাজার রায় দেইনি। অভিযুক্তদের অভিবাবকরা তাদের সন্তানদের শাসন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply