সিরাজদিখানে ছাত্রলীগের নতুন কমিটি গঠন

জেলার সিরাজদিখানে ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে এ কমিটি গঠন করা হয়। মো. পারভেজ চোকদারকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট রশুনিয়া ইউনিয়ন ছাত্রলীগের এ কমিটি গঠিত হয়।


এর আগে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমূল আলম খান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক গোলাম সরোয়ার কবির, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রকিবুল ইসলাম শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান জীবন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নূরে আলম, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ প্রমুখ।

জাস্ট নিউজ

Leave a Reply