পশ্চিম মুক্তারপুরে কেমিক্যাল ফ্যাক্টরিতে বিস্ফোরণ: অগ্নিদগ্ধ ৪

মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুরে একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে রিয়েক্টর বিস্ফোরণে ৪ জন অগ্নিদগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে একটিভ ফাইন কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- পরিচ্ছন্নতাকর্মী সজল (২৮), বিকি(২৬), প্রডাক্টশন কর্মকর্তা আতিকুর রহমান (২৫) ও নয়ন মিয়া (২৮)।

আহতদের মধ্যে সজলের অবস্থা আশঙ্কাজনক বলে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত আমজাদ হোসেন জানিয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে, আতিকুর রহমান, নয়ন মিয়া ও বিকিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


বিস্ফোরণে আহত বিকি জানান, দুর্ঘটনার সময় দুপুরের খাবারের বিরতি চলছিল। এসময় ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকরা কেমিক্যাল তৈরির রিয়েক্টরের সুইচ বন্ধ না করায় তা অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হয়।

আহত প্রডাক্টশন কর্মকর্তা আতিকুর রহমান জানান, কেমিক্যাল শুকানোর ওষুধ জাতীয় ট্রেজায়ারে গ্যাস জমে এ বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মুক্তারপুর নৌ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply