মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৮

মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠে নয়াগাঁও এ.আর ক্লিনিকের সামনে রোববার দুপুরে একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে রাসত্মার পাশে একটি দেয়ালের সঙ্গে মেরে দেয়। এতে মহিলাসহ অমত্মত ৮ যাত্রী আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় রহিমা বেগম, মো. জামাল, সজীবকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। টম টমের ড্রাইভার (অজ্ঞাত) গুরম্নতর জখম হয়। প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানমত্মর করেন।


টিএনবি

Leave a Reply