ঢাকা থেকে নিখোঁজ ৩ যুবকের চোখ-মুখ বাঁধা গুলিবিদ্ধ লাশ উদ্ধার

DSC01702আরিফ হোসেন: ঢাকা থেকে নিখোজ ৩ যুবকের চোখ-মুখ বাঁধা গুলিবিদ্ধ লাশ শ্রীনগর ও সিরাজদিখানের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সিরাজদিখান উপজেলার রশুনিয়া থেকে ইব্রাহিম (২২) ও ঈমামগঞ্জ এলাকা থেকে আঃ কদ্দুস (২৬) এবং দুপুরে শ্রীনগর উপজেলার শ্রীধরপুর থেকে ড়াঢ়ী মাসুদ (২৭) এর লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে ইব্রাহিম ঢাকার জুড়াইন এবং মাসুদ ও কুদ্দুস কেরানীগঞ্জের আমবাগিচা এলাকার বাসিন্দা। পুলিশ জানায় তিনটি লাশই রাস্তার পাশ থেকে গুলি বিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। সিরাজদিখান থেকে উদ্ধারকৃত ইব্রাহিম ও কুদ্দুসের কপালে তিন রাউন্ড করে গুলির চিন্হ রয়েছে। তাদের গলায় নতুন গামছা পেচানো ছিল। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, শ্রীনগরে উদ্ধারকৃত মাসুদের চোখ-মুখ নতুন গামছা দিয়ে বাঁধা অবস্থায় ছিল। তাকে পেছন দিক থেকে গলায় ও বুকের বাম পাশে তিন রাউন্ড গুলি করা হয়েছে।
DSC01702
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ শেখ মাহাবুবুর রহমান জানান, ইব্রাহিম কদমতলী থানার হত্যা মামলার আসামী। তার বাড়ি শ্রীনগর উপজেলার পাইলভোগ নওপাড়া গ্রামে। সে ঢাকার জুড়াইন এলাকায় তার মামার বাসায় থাকতো। ইব্রাহিমের মামা সালাউদ্দিন জানান, ইব্রাহিম গত ১৬ জানুয়ারী বাসা থেকে কাজে বের হয়ে আর ফেরত আসেনি।
DSC01708
মাসুদের স্ত্রী শায়লা জানায় মাসুদ ও কুদ্দুস গত ১০ জানুয়ারী একই এলাকার নাজমুলের কাছে পাওনা টাকা আনতে পোস্তগোলা যায়। এর পর থেকেই তারা নিখোজ হয়। বিভিন্ন স্থানে খোজ করে কোথাও তাদের সন্ধান না পাওয়ায় গত ১৪ জানুয়ারী দক্ষিন কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়। কুদ্দুস কেরানীগঞ্জে জ্যাকেটের ব্যবসা করত। তার গ্রামের বাড়ি শরিয়তপুর জেলায়। মাসুদ তার চাচাত ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার হিসাবে কর্মরত ছিল।

গতকাল মুন্সীগঞ্জ মর্গে এসে তাদের স্বজনরা লাশগুলো সনাক্ত করেন ।
======================

মুন্সীগঞ্জে তিন যুবককে গুলি করে হত্যা

মুন্সীগঞ্জে পৃথক স্থান থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। পুলিশের ধারণা, বুধবার গভীর রাতে হত্যা করে তাদের লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ব্রিজের নিচে একটি, ১০০ দূরে আরেকটি ও শ্রীনগরের বাড়ৈইখালি-সিধরপুর সড়কের পাশে তৃতীয় লাশটি উদ্ধার করা হয়। গুলি করার ধরন দেখে পুলিশ জানিয়েছে, তিন হত্যাকাণ্ডের মধ্যে যোগসূত্র রয়েছে।


সকাল সোয়া ৮টার দিকে রশুনিয়া ব্রিজের নিচে উদ্ধার করা মৃতদেহটির পরিচয় পাওয়া গেছে। তার নাম ইব্রাহীম (২৫)। তার মাথায় তিনটি গুলির চিহ্ন রয়েছে। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার নওপাড়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।

জানা গেছে, ইব্রাহীম ঢাকার জুরাইন এলাকার দারোগা বাড়ি রোডে তার মামা সালাউদ্দিন মিয়ার বাড়িতে থাকতেন। গত ১৬ জানুয়ারি কাতার যাওয়ার জন্য ডাক্তারি পরীক্ষা করতে গিয়ে নিখোঁজ হন ইব্রাহীম।

সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, থার্টি ফার্স্ট নাইটে ঢাকার কদমতলী এলাকায় আওয়ামী লীগ নেতা ইসমাইল হত্যা মামলার আসামি ছিলেন ইব্রাহীম। একই মামলায় আটক সজীব পুলিশের জিজ্ঞাসাবাদে ইব্রাহীমের নাম প্রকাশ করে।


রশুনিয়ায় পাওয়া আরেক লাশ সম্পর্কে (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, রশুনিয়া ব্রিজ থেকে ১০০ গজ দূরে বেলা ১২টার দিকে অপর লাশটি উদ্ধার করা হয়। তার পরিচয় পাওয়া না গেলেও তিনি ইব্রাহীমের সহযোগী বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি ঢাকার কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানান ওসি।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বাড়ৈইখালী-সিধরপুর সড়কের পাশ থেকে দুপুর সাড়ে ১২টার দিকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

সিরাজদিখানে উদ্ধার হওয়া গুলিবিদ্ধ দুই লাশের সঙ্গে এ যুবকের সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তিনি জানান, এ যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। তার মাথায় ও গলায় গুলির চিহ্ন রয়েছে। এছাড়া গামছা দিয়ে তার চোখ বাঁধা ছিল।

কাজী দীপু, জেলা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

==================

মুন্সীগঞ্জে ৫ লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের বিভিন্ন স্থান থেকে বৃহস্পতিবার একদিনেই ৫টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সিরাজদিখান ও শ্রীনগ থেকেই উদ্ধার করা হয়েছে ৩ যুবকের গুলিবিদ্ধ লাশ ।

এই তিন জনের মধ্যে ইব্রাহিম (২০) নামে এক যুবক রয়েছে। সে ঢাকার কদমতলীতে বিদায়ী বছরের ৩১ ডিসেম্বর সংঘটিত ইসমাইল হত্যা মামলার আসামী। তবে অপর গুলিবিদ্ধ লাশের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে- সেও একই মামলার আসামী।

নিহত ইব্রাহিম ঢাকার জুরাইনের খোরশেদ আলমের ছেলে। বাবা এসে ছেলের লাশ শনাক্ত করে। জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী শ্রীধরপুর এলাকার রাস্তার পাশে গুলিবিদ্ধ অবস্থায় আরো এক যুবকের (২৭) লাশ উদ্ধার করে পুলিশ। তার পরিচয় পাওয়া যায়নি।

মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে- সেও ইব্রাহিম হত্যা মামলার আসামী। শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান জানান, একই গ্রুপ তাদের গুলি করে হত্যা সিরাজদিখান ও শ্রীনগর এলাকার রাস্তার পাশে ফেলে রেখে গেছে।

এছাড়া একই উপজেলায় আরো এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। জেলার জেলা শহরের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে স্বামীর ফেলে যাওয়া এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান জানান, উপজেলার রশুনিয়া ব্রিজের নীচ থেকে সকাল সাড়ে ৮ টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী ব্রিজের নীচে লাশ পড়ে থাকতে দেখলে পুলিশকে খবর দেয়। নিহতের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। এর ঠিক ১০০ গজ অদুরে বেলা ১২ টার দিকে গুলিবিদ্ধ আরো এক অজ্ঞাত পরিচয়ের যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এদের দু’জনেরই বয়স ২৫-২৬ বছর।

এদিকে, সিরাজদিখানের শিয়ালদি গ্রামের আল-আমিন নামে এক যুবকের ঝুলন্ত লাশ নিজ বাড়ির পাশের একটি গাছ থেকে উদ্ধার করা হয়েছে। সে ওই গ্রামের মোখলেছ চোকিদারের ছেলে। সে ২ সন্তানের জনক। পুলিশ জানায়, বাবার সঙ্গে অভিমান করে গাছের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে।

তার লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে, সকালে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিহত গৃহবধূর লাশ ফেলে পালিয়ে গেলে স্বামী নূর আলম। পরে সদর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

সকাল সাড়ে ৭ টার দিকে জেলার টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের সরিষাবন গ্রামে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে শিরিন আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্নহত্যার পথ বেছে নিয়েছে বলে পুলিশ দাবি করে। গৃহবধূকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালেই লাশ ফেলে পালায় স্বামী। তিনি টঙ্গিবাড়ীর সরিষাবন গ্রামের মৃত ফজল মিয়ার ছেলে নূর আলমের স্ত্রী। নিহত গৃহবধূর বাবার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নওপাড়া গ্রামে।

জাস্ট নিউজ
================

মুন্সীগঞ্জে ৫ লাশ উদ্ধার, তিন হত্যাকা-ের মধ্যে যোগসূত্র
পরিবারের দাবি গুপ্তহত্যা

বৃহস্পতিবার মুন্সীগঞ্জে মাথায় গুলিবিদ্ধ তিন ব্যক্তিসহ ৫ লাশ উদ্ধার হয়েছে। চোখে এবং দু’হাত পেছনে নিয়ে নতুন গামছাবাঁধা এবং গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা তিন লাশ নিয়ে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে।

সিরাজদিখান উপজেলার রশুনিয়া ব্রিজের নিচে দুটি ও শ্রীনগর উপজেলার শ্রীধরপুর রাস্তার পাশ থেকে অপর লাশটি উদ্ধার করা হয়। পৃথক স্থান থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার সম্পর্কে গুলির ধরন দেখে পুলিশ মনে করছে তিনটি হত্যাকা-ের মধ্যেই যোগসূত্র রয়েছে এবং বুধবার গভীর রাতে অন্যত্র হত্যার পর লাশ ফেলে রেখে যায়। পরিবারের লোকজনের দাবি এগুলো গুপ্ত হত্যা। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, অনুসন্ধানেই বেরিয়ে আসবে হত্যার মূল কারণ। গুলিবিদ্ধ তিন যুবকের হত্যাকা-ের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী জড়িত রয়েছে পরিবারের এমন অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে এমনটা মনে করছি না। তদন্তেই বেরিয়ে আসবে সঠিক ঘটনা।’

সকাল ৯টার দিকে রশুনিয়া বেইলি ব্রিজের নিচে উদ্ধার করা প্রথম মৃতদেহটি হচ্ছে- মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার নওপাড়া গ্রামের খোরশেদ আলমের পুত্র মোঃ ইব্রাহীমের (২০)। তার মাথায় তিনটি গুলির চিহ্ন রয়েছে। তার গলায় একটি নতুন গামছা বাঁধা ছিল। ইব্রাহিম ঢাকার পূর্ব জুরাইনে তার মামা আব্দুস ছাত্তার মিয়ার বাড়িতে থাকত। গত ১৬ জানুয়ারি কাতার যাওয়ার জন্য ডাক্তারি পরীক্ষার জন্য বনানী যাওয়ার উদ্দেশে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় সে। নিখোঁজের পর দিন ১৭ জানুয়ারি তার মা নাজমা বেগম ঢাকার কদমতলী থানায় সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং ৮৯৯। মামা আব্দুস ছাত্তার জানান, নয়াবাজারের আবুলের গ্রিলের দোকানে কাজ করত। ইব্রাহিমের বাবা কুয়েত প্রবাসী। বর্তমানে ছুটিতে দেশে এসে বড় পুত্রের এমন মৃত্যুর খবরে তিনি পাগলপ্রায়। দু’ ভাইয়ের মধ্যে ইব্রাহিম বড়। ছোট ভাই ইয়াসিন ঢাকার জুরাইনে অষ্টম শ্রেণীর ছাত্র। ইব্রাহিমের মামা নাসির মিয়া ও আব্দুস ছাত্তার আশঙ্কা করে বলেন, আমার ভাগ্নে কোন অপরাধের সঙ্গে জড়িত ছিল না, কিন্তু গুম করার পর পরিকল্পিতভাবে কথিত ‘ক্রসফায়ারে’ হত্যা করা হয়েছে। সিরাজদিখান থানার ওসি শেখ মোঃ মাহাবুবুর রহমান জানান, থার্টিফার্স্ট নাইটে ঢাকার কদমতলী এলাকায় আওয়ামী লীগ নেতা ইসমাইল হত্যা মামলার আসামি ছিলেন ইব্রাহিম। একই মামলায় আটক সজীব পুলিশের জিজ্ঞাসাবাদে ইব্রাহিমের নাম প্রকাশ করে। তবে ইব্রাহিম কী ভাবে মারা গেছে পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।

রশুনিয়া বেইলি ব্রিজের অদূরে বেলা সাড়ে ১১টায় উদ্ধার করা হয় আব্দুল কুদ্দুসের (৪২) মাথায় ও বুকে গুলিবিদ্ধ লাশ। কেরানীগঞ্জের আম বাগিচা গ্রামের বাসিন্দা কুদ্দুস মাদারীপুর জেলার গোগলী গ্রামের আব্দুল খালেক ব্যাপারীর পুত্র। আব্দুল কুদ্দুসের বড় ভাই সারোয়ার হোসেন জানান, ১৪ দিন ধরে তার ভাই নিখোঁজ ছিল। কেরানীগঞ্জের আম বাগিচার পানাকা মার্কেটের মিনি গার্মেন্টসের মালিক ছিল তার ভাই। দোকান থেকে বের হয়ে বাসায় যাওয়ার পথে ১১ জানুয়ারি বিকেল ৪টার দিকে সে নিখোঁজ হয়। কুদ্দুস তিন ছেলে ও এক মেয়ের জনক। তার স্ত্রী সোহাদা বেগম এখন পাগলপ্রায়।

রশুনিয়া থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে শ্রীনগরের উপজেলার শ্রীধরপুর সড়কের ধারে বেলা সাড়ে ১২টায় মাসুদ ওরফে রাঢ়ী মাসুদের (৩২) লাশ উদ্ধার করা হয়। সে ঢাকার কেরানীগঞ্জের আম বাগিচা গ্রামের মিজান খানের পুত্র। তার ¯েœহা নামের আড়াই বছরের এক কন্যাসন্তান রয়েছে। তার স্ত্রী শায়লা বেগম স্বামীর মৃত্যুতে দিশেহারা। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে লাশ শনাক্তের পর কান্নায় ভেঙ্গে পড়েন তাঁর ভাবি নুরজাহান বেগম। তিনি জানান, বাসা থেকে পোস্তগোলায় পাওনা ২০ হাজার টাকা আনতে গিয়ে সে নিখোঁজ হয় ১১ জানুয়ারি বিকেলে। সে ঢাকার সোয়ারি ঘাটের খেয়াপাড়াপারে টোল আদায় করত। নুরজাহান বেগম আরও জানান, রাঢ়ী মাসুদের জমির একটি প্লট বিক্রি করেছিলেন নাজমূল নামের এক ব্যক্তির কাছে। তিনি একতলা ভবন তৈরি করেন। কিন্তু রাঢ়ী মাসুদের বেশি জমি দখল করায় বাড়িভাড়া তুলে নিতেন রাঢ়ী মাসুদ। এই নিয়ে নাজমূলের সঙ্গে বিরোধ ছিল। নাজমূল অতিরিক্ত জমি বাবদ ২০ হাজার টাকা দিবেন শুনে সে টাকা আনতে পোস্তগোলায় রওনা হন বলে জানান তিনি।

শ্রীনগর থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। স্বজনরা লাশ শনাক্ত করেছে। তবে ৩টি হত্যার সঙ্গেই যোগসূত্র রয়েছে। তবে কীভাবে হত্যাকা- ঘটেছে তা নিশ্চিত করা যায়নি। রাঢ়ী মাসুদের মাথায় ও গলায় গুলির চিহ্ন রয়েছে। এছাড়া ২টি নতুন গামছা দিয়ে তার চোখ বাঁধা ছিল।

এদিকে সিরাজদিখান উপজেলার শিয়ালদি গ্রামের নিজ বাড়ির লিচু গাছ থেকে আল আমিন (৩৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মোকলেছ চৌকিদারের পুত্র। পারিবারিক সূত্রের বরাত দিয়ে সিরাজদিখান থানার ওসি জানান, বাবার সঙ্গে অভিমান করে রাতে নিজের মাফলার গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। সকালে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখা যায়। দু’সন্তানের জনক আল আমিন আত্মহত্যা করেছে নাকি হত্যা করা হয়েছে তা নিরূপণে লাশটি উদ্ধার করে বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে এনে স্ত্রী শিরীন আক্তারের (২০) লাশ ফেলে রেখে পালিয়ে গেছে স্বামী। টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের সরিষাবন গ্রামের নূর আলম স্ত্রী শিরীন আক্তারকে নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় এক প্রতিবেশীসহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় তাঁর স্বামী নূর আলম শিরীনের লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। শিরিনের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। সদর থানার ওসি আবুল বাশার জানান, মৃত্যুর কারণ নির্ণয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জে এমন লাশ উদ্ধারের ঘটনা মাঝে মধ্যেই ঘটছে এই জেলাকে কি অপরাধীরা ডাম্পিং স্টেশন হিসেবে বেছে নিয়েছে? এমন প্রশ্নের জবাবে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, ‘ঠিক এমনটা নয়, অন্যান্য স্থানেও লাশ পাওয়া যায়। তবে মুন্সীগঞ্জের ওপর দিয়ে দুটি হাইওয়ে ও নদী পথ থাকায় এটা হচ্ছে।

অপর ২টি লাশ উদ্ধারের ব্যাপারে তিনি বলেন, যথাযথ তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হচ্ছে।

জনকন্ঠ
===============

খুন হয় অন্যত্র, লাশ পড়ে মুন্সীগঞ্জে

৪ ঘণ্টায় গুলিবিদ্ধ ৩ যুবকের লাশ উদ্ধার, কেউই মুন্সীগঞ্জের নয়

লাশের ভাগাড়ে পরিণত হয়েছে মুন্সীগঞ্জ জেলা। ৪ ঘণ্টার ব্যবধানে এই জেলার বিভিন্ন এলাকা থেকে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন ইব্রাহিম (২৫), মাসুদ (৩০) এবং কুদ্দুস (৪০)। পুলিশের ধারণা বুধবার রাতে তাদের হত্যা করে বিভিন্ন স্থানে ফেলে রাখা হয়। এদের মধ্যে ইব্রাহিম ঢাকার কদমতলী থানা এলাকার আওয়ামী লীগ নেতা ইসমাইল হত্যামামলার অন্যতম আসামি। নিহত অপর দু’জন ইব্রাহিমের সহযোগী বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

এদিকে ৪ ঘণ্টার ব্যবধানে ৩ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার হওয়ায় ওই জেলার বাসিন্দাদের মধ্যে এক অজানা আতঙ্ক শুরু হয়েছে। ২০১১ সালের ডিসেম্বরে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে এক সপ্তাহের ব্যবধানে ঢাকার ৫০ নম্বর ওয়ার্ডের ছাত্রদল নেতা ইসমাইল হোসেন আলামীনসহ ৮ জনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ধলেশ্বরীর পাড়ে স্বজনহারারা ভিড় করেন। সেই মুন্সীগঞ্জ জেলাতেই গতকাল তিন যুবকের লাশ মিলল। এছাড়াও গত এক বছরে আরও বেশ কয়েকটি লাশ পাওয়া যায় এই জেলায়। এখানে নিহতদের অধিকাংশই অন্যজেলার বাসিন্দা বলে পুলিশ জানায়। পুলিশ কর্মকর্তারা বলছেন, ঘাতকচক্র মুন্সীগঞ্জ জেলাকে লাশের ভাগাড় হিসেবে ব্যবহার করছে। অন্য কোনও জেলায় মেরে লাশ এখানে ফেলে যাচ্ছে বলে তাদের ধারণা।

সিরাজদিখান থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় ইছামতি নদীর রশুনিয়া ব্রিজের নিচ থেকে ইব্রাহিম নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এছাড়া রশুনিয়া এলাকা থেকে বেলা ১২টার দিকে কুদ্দুস নামে গুলিবিদ্ধ আরেক যুবকের লাশ উদ্ধার করা হয়।

তিনি জানান, ইব্রাহিম ঢাকার কদমতলী এলাকায় থার্টিফার্স্ট নাইটে নিহত আওয়ামী লীগ নেতা ইসমাইল হত্যা মামলার অন্যতম আসামি। তিনি আরও জানান, ইসমাইল হত্যা মামলার আসামি ইব্রাহিমসহ অপর দু’জনকে কেন এবং কারা গুলি করে হত্যা করেছে তা জানা যায়নি। তবে হত্যার কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। বিষয়টি ঢাকার কদমতলী থানা পুলিশকেও জানানো হয়েছে।

ইসমাইল হত্যা মামলার অন্যতম আসামি সজীবকে (২৪) গত ১৫ জানুয়ারি কদমতলী থানা পুলিশ গ্রেপ্তার করে। পরের দিনই ইব্রাহিম নিখোঁজ হয়। ৮ দিন পর গতকাল তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হল।

এদিকে শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে শ্রীনগরের বাড়ৈইখালী-শ্রীধরপুর সড়কের পাশ থেকে মাসুদ নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তার মাথায় ও গলায় গুলির চিহ্ন রয়েছে। এছাড়া গামছা দিয়ে তার চোখ বাঁধা ছিল। তিনি আরও জানান, উদ্ধার হওয়া গুলিবিদ্ধ যুবকের লাশ ও সিরাজদিখানে গুলিবিদ্ধ দুই যুবকের লাশের সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনজনকে একই কায়দায় গুলি করে হত্যা করা হয়। সিরাজদিখান উপজেলায় যেভাবে যে অবস্থায় ৩টি গুলি ও ২টি নতুন গামছাসহ লাশ উদ্ধার হয়েছে ঠিক তেমনি অবস্থায় শ্রীনগরের বাড়ৈখালী এলাকা থেকে যুবক মাসুদের লাশ উদ্ধার করা হয়েছে। মাথায়, কপালে ও ভ্রুর ওপরে গুলি করে তাদের হত্যা করা হয়েছে।

বিষয়টি নিয়ে সিরাজদিখান ও ঢাকার কদমতলী থানা পুলিশের সঙ্গে আলাপ-আলোচনা করে তদন্ত করা হচ্ছে বলেও জানান শ্রীনগর থানার ওসি মো. মিজানুর রহমান।

dainikamadershomoy.com
===================

মুন্সীগঞ্জে গুলিবিদ্ধ ৩ রহস্যময় লাশ
murder 3
পুলিশ সপ্তাহের তৃতীয় দিনে গতকাল বৃহস্পতিবার মুন্সীগঞ্জে মাথায় গুলিবিদ্ধ তিন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। দুজনের চোখ-মুখ এবং একজনের দুই হাত পিঠমোড়া করে নতুন গামছা দিয়ে বাঁধা ছিল। সিরাজদিখান উপজেলার রশুনিয়া ব্রিজের নিচে দুটি এবং ২০ কিলোমিটার দূরে শ্রীনগর উপজেলার শ্রীধরপুরে রাস্তার পাশ থেকে অন্য লাশটি উদ্ধার করা হয়। কয়েক ঘণ্টার ব্যবধানে পাওয়া তিন যুবকের লাশ ও গুলির ধরন দেখে পুলিশ মনে করছে, তিনটি হত্যাকাণ্ডের মধ্যেই যোগসূত্র রয়েছে এবং বুধবার গভীর রাতে অন্য জায়গায় হত্যা করার পর লাশগুলো এ দুটি স্থানে ফেলে রাখা হয়। নিহতদের দুজন কেরানীগঞ্জের একই গ্রামের বাসিন্দা এবং তাঁরা ১৪ দিন ধরে নিখোঁজ ছিলেন। অন্যজন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মো. ইব্রাহিম নিখোঁজ হন ৯ দিন আগে।

নিহত ইব্রাহিমের পরিবারের সদস্যদের সন্দেহ, তাঁকে হত্যার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন জড়িত থাকতে পারে। এ ছাড়া গতকাল মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এক গৃহবধূকে চিকিৎসা করাতে এনে তিনি বেঁচে নেই শুনে লাশ ফেলে পালিয়ে যায় তাঁর স্বামী। এটিও হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। সিরাজদিখানের এক গ্রামে আরো এক ব্যক্তির লাশ গতকাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এটি আত্মহত্যা বলে মনে করছে পুলিশ।

প্রথম লাশ : সকাল ৯টার দিকে রশুনিয়া বেইলি ব্রিজের নিচ থেকে উদ্ধার করা প্রথম মৃতদেহটি হচ্ছে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার নওপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. ইব্রাহিমের (২০)। তাঁর মাথায় তিনটি গুলির চিহ্ন রয়েছে। গলায় একটি নতুন গামছা বাঁধা ছিল। ইব্রাহিম ঢাকার পূর্ব জুরাইনে তাঁর মামা আবদুস ছাত্তার মিয়ার বাড়িতে থাকতেন।

পরিবার সূত্র জানায়, কাতার যাওয়ার জন্য গত ১৬ জানুয়ারি ডাক্তারি পরীক্ষার জন্য বনানী যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। পরের দিন ১৭ জানুয়ারি তাঁর মা নাজমা বেগম ঢাকার কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মামা আবদুস ছাত্তার কালের কণ্ঠকে জানান, নয়াবাজারের আবুলের গ্রিলের দোকানে কাজ করতেন ইব্রাহিম। তাঁর বাবা কুয়েতপ্রবাসী। বর্তমানে ছুটিতে দেশে থাকা অবস্থায় বড় ছেলের এমন মৃত্যুর খবরে এখন তিনি পাগলপ্রায়। ইব্রাহিমের মামা নাসির মিয়া ও আবদুস ছাত্তার বলেন, ‘আমাদের ভাগ্নে কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল না, তাকে হয়তো গুম করার পর পরিকল্পিতভাবে কথিত ক্রসফায়ারে হত্যা করা হয়েছে।’

সিরাজদিখান থানার ওসি শেখ মো. মাহাবুবুর রহমান জানান, থার্টি ফার্স্ট নাইটে ঢাকার কদমতলী এলাকায় আওয়ামী লীগের নেতা ইসমাইল হত্যা মামলার আসামি ছিলেন ইব্রাহিম। একই মামলায় আটক সজীব পুলিশের জিজ্ঞাসাবাদে ইব্রাহিমের নাম প্রকাশ করে। মামারা জানান, দুই ভাইয়ের মধ্যে ইব্রাহিম বড়। ছোট ভাই ইয়াসিন ঢাকার জুরাইনে একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র।

দ্বিতীয় লাশ : রশুনিয়া বেইলি ব্রিজের অদূরে ইমামগঞ্জ গ্রামীণ ব্যাংকের কাছে সকাল সাড়ে ১১টায় উদ্ধার করা হয় মাথায় ও বুকে গুলিবিদ্ধ আবদুল কুদ্দুসের (৪২) লাশ। তিনি কেরানীগঞ্জের আমবাগিচা গ্রামে বসবাস করতেন। তবে তাঁর বাবা আবদুল খালেক ব্যাপারীর বাড়ি মাদারীপুর জেলার গোগলী গ্রামে। আবদুল কুদ্দুসের বড় ভাই সারোয়ার হোসেন কালের কণ্ঠকে জানান, ১৪ দিন ধরে তাঁর ভাই নিখোঁজ ছিলেন। কেরানীগঞ্জের আমবাগিচার পানাকা মার্কেটের এক পোশাকের দোকানের মালিক ছিলেন তাঁর ভাই। দোকান থেকে বের হয়ে বাসায় যাওয়ার পথে ১১ জানুয়ারি বিকেল ৪টার দিকে তিনি নিখোঁজ হন। কুদ্দুস তিন ছেলে ও এক মেয়ের জনক। তাঁর স্ত্রী সোহাদা বেগম শোকে এখন পাগলপ্রায়।
তৃতীয় লাশ : রশুনিয়া থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে শ্রীনগর উপজেলার শ্রীধরপুর সড়কের পাশে দুপুর সাড়ে ১২টায় মাসুদ হোসেন ওরফে রাঢ়ী মাসুদের (৩২) লাশ উদ্ধার করা হয়। তিনি কেরানীগঞ্জে নিজের বাড়িতে থাকতেন। বাবার নাম মিজান খান। তাঁর স্নেহা নামের আড়াই বছরের এক কন্যাসন্তান রয়েছে। তাঁর স্ত্রী শায়লা বেগম ৯ মাসের গর্ভবতী। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে লাশ শনাক্তের পর কান্নায় ভেঙে পড়েন তিনি। সঙ্গে থাকা তাঁর ভাবি নূরজাহান বেগম জানান, মাসুদ ঢাকার সোয়ারীঘাটের খেয়া পারাপারের টোল আদায় করতেন। ১১ জানুয়ারি বিকেলে তিনি বাসা থেকে পোস্তগোলার উদ্দেশে যাত্রা করেন পাওনা ২০ হাজার টাকা আনতে।

নূরজাহান বেগম বলেন, মাসুদ জমির একটি প্লট বিক্রি করেছিলেন নাজমুল নামের এক ব্যক্তির কাছে। ওই ব্যক্তি সেখানে একতলা ভবন তৈরি করে। তিনি বেশি জমি দখলে রাখায় বাড়ি ভাড়া তুলতেন মাসুদ। এ নিয়ে নাজমুলের সঙ্গে তাঁর বিরোধ ছিল। নাজমুল অতিরিক্ত জমি বাবদ ২০ হাজার টাকা দেবে শুনে সেই টাকা আনতেই তিনি পোস্তগোলার উদ্দেশে রওনা হন। কালের কণ্ঠের কেরানীগঞ্জ প্রতিনিধি মাসুদের পরিবার সূত্রে জানান, টাকা আনতে তিনি সঙ্গে নেন প্রতিবেশী কুদ্দুসকে। এর পর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন।

শ্রীনগর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। স্বজনরা লাশ শনাক্ত করেছে। তিনটি হত্যার মধ্যে যোগসূত্র রয়েছে। তবে কিভাবে হত্যাকাণ্ড ঘটেছে, তা নিশ্চিত করা যায়নি। মাসুদের মাথায় ও গলায় গুলির চিহ্ন রয়েছে। এ ছাড়া দুটি নতুন গামছা দিয়ে তাঁর চোখ বাঁধা ছিল।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াৎ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘আমার জানামতে এদের (মাসুদ ও কুদ্দুস) নামে কোনো মামলা নেই।’ কালের কণ্ঠের প্রতিনিধি গত রাতে মাসুদের বাড়িতে গেলে তাঁর স্ত্রী শায়লা বেগম (৩০) কান্নায় ভেঙে পড়ে বলেন, সাত বছর আগে তাঁর স্বামী পাঁচ লাখ ৬০ হাজার টাকায় পৌনে এক শতাংশ জমি বিক্রি করেন এলাকায় ঘরজামাই থাকা বরিশালের নাজমুলের কাছে। ৫০ হাজার টাকা দেওয়ার পর নাজমুল মাঝে মাঝে ৫-১০ হাজার করে টাকা দিচ্ছিল। নিখোঁজ হওয়ার দিন নাজমুলের ভাগ্নে পরিচয় দিয়ে এক যুবক মাসুদকে পোস্তগোলায় গিয়ে ২০ হাজার টাকা নিয়ে আসতে বলে। রাত ৮টার দিকে মাসুদ প্রতিবেশী কুদ্দুসকে সঙ্গে নিয়ে পোস্তগোলায় রওনা হয়ে আর ফেরেননি। শায়লা বেগম ১৪ জানুয়ারি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি জিডি করেন।

রাতে নাজমুলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। সে কয়েক দিন হলো বরিশাল গেছে বলে জানায় বাড়ির লোকজন। কুদ্দুসের ঘরে গিয়ে তালাবদ্ধ পাওয়া যায়। প্রতিবেশীরা জানান, তাঁর স্ত্রী শ্বশুরবাড়িতে গেছেন। আর ভাইয়েরা লাশ শনাক্তের জন্য মুন্সীগঞ্জে গিয়ে তখনো ফেরেননি।
মুন্সীগঞ্জে এ রকম লাশ উদ্ধারের ঘটনা মাঝেমধ্যেই ঘটছে। এক দিন আগেই সিরাজদিখানে একটি আলুক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করা হয়। তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। এসব ঘটনায় কী মনে করা যায়, এই জেলাকে অপরাধীরা ডাম্পিং স্টেশন হিসেবে বেছে নিয়েছে_কালের কণ্ঠের এ প্রশ্নের জবাবে জেলার পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘ঠিক এমনটা নয়, অন্যান্য স্থানেও লাশ পাওয়া যায়। তবে মুন্সীগঞ্জের ওপর দিয়ে দুটি হাইওয়ে ও নদীপথ থাকায় এটা হচ্ছে।’

নিহত একজনের স্বজনরা তাঁকে হত্যার পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থাকার যে সন্দেহ করছেন, সে প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, ‘আমরা প্রাথমিকভাবে এমনটা মনে করছি না। তদন্তেই বেরিয়ে আসবে সঠিক ঘটনা।’

স্ত্রীর লাশ রেখে পলায়ন : এদিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে এনে স্ত্রী শিরীন আক্তারের (২০) লাশ ফেলে রেখে পালিয়ে গেছে স্বামী। টঙ্গিবাড়ী উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের সরিষাবন গ্রামের নূর আলম স্ত্রী শিরীন আক্তারকে নিয়ে গতকাল সকাল ১০টায় এক প্রতিবেশীসহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় তাঁর স্বামী নূর আলম লাশ হাসপাতালে ফেলে রেখে লাপাত্তা হয়ে যায়। শিরীনের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। সদর থনার ওসি আবুল বাশার জানান, মৃত্যুর কারণ নির্ণয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গাছে ঝুলন্ত লাশ : সিরাজদিখান উপজেলার শিয়ালদি গ্রামের নিজ বাড়ির লিচুগাছ থেকে আল আমিন (৩৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মোখলেছ চৌকিদারের ছেলে। পারিবারিক সূত্রের বরাত দিয়ে সিরাজদিখান থানার ওসি বলেন, বাবার সঙ্গে অভিমান করে রাতে নিজের মাফলার গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। সকালে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখা যায়। দুই সন্তানের জনক আল আমিন আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে হত্যা করা হয়েছে, তা নিরূপণে ময়নাতদন্তের জন্য লাশ গতকাল সকালে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্ত্রীর লাশ রেখে স্বামীর পালিয়ে যাওয়া এবং গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা লাশ প্রসঙ্গে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খান বলেন, যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার মোটরসাইকেলে করে মানিকগঞ্জের সিঙ্গাইরে নিয়ে দুই যুবককে গুলি করে হত্যা করে তাঁদের দুই সঙ্গী। নিহত দুজনের বাড়ি ঢাকার সাভার উপজেলায়। ধলেশ্বরীর পাড়ে তাঁদের হত্যা করে মোটরসাইকেলে ফিরে যায় খুনিরা।

কালের কন্ঠ

Leave a Reply