অসির আর পড়া হলো না। অকালেই জড়ে পড়ল একটি প্রাণ। ইট-বালু বহন করা ট্রাকগুলো বেপরোয়াভাবে মুন্সিগঞ্জের আনাচে কানাচে দৌড়ে বেড়ায়। পুলিশকে মাসিক কিছু টাকা দিয়ে এভাবেই দাপড়ে বেড়ায় সর্বত্র।
মুন্সিগঞ্জের নয়াগাওস্থ ইয়াজ উদ্দিন কলেজের সামনে ট্রাকের চাপায় প্রথম শ্রেণীর স্কুল ছাত্রী অসি (৬) ঘটনাস্থলেই নিহত। নিহত অসি মিরেশ্বরের জহির উদ্দিনের মেয়ে। পারিবারিক সূত্র থেকে জানা যায়, প্রতিদিনের মত বাই সাইকেলে চড়ে চাচাত ভাইয়ের সাথে হাটলÿীগঞ্জ প্রাইভেট পড়তে যাওয়ার সময় ইট-বালু বহনকারী ঘাতক ট্রাক (ঢাকা-মেট্টো ট-২৭২) চাপা দেয়। অসির মাথা পুরোপুরে থেতলে যায়। পরবর্তীতে অসিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করে। পরে মা-বাবা-নানা নানীর আত্মচিৎকারে হাসপাতাল প্রাঙ্গনের আকাশ বাতাশ ভারী হয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ড্রাইভার মিজানকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
দুই মেয়ে এক ছেলে। বড় ছেলের দুটি কিডনীই ডেমেজ হয়ে গেছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে মেঝ মেয়ে অসি অকালেই ট্রাক চাপায় নিহত হলো। এখন ছোট্ট একটি মেয়ে নিয়ে হাসপাতালে বড় মেয়ের লাশ দেখতে এসে কান্নায় বার বার মুচড়ে পাড়েন। হাসপাতালে এক হৃদয় বিদারক ঘটনার অবতারণা ঘটে। উপস্থিত সকলের চোখে মুখে কান্নার ছাপ লÿ্য করা যায়। এভাবে আর কত শিশুর প্রাণ কেড়ে নিবে ঘাতক ট্রাক। সকলের একটিই দাবী অবৈধভাবে প্রাশসনকে মাসিক টাকা দিয়ে ইট-বালুর ট্রাক বেপরোয়াভাবে মুন্সিগঞ্জ শহরে না চালাতে পারে সে দিকে নজর দিবে প্রশাসন।
টিএনবি
=========================
নয়াগাও এলাকায় ট্রাকচাপায় শিশু নিহত
মুন্সীগঞ্জ-মুক্তারপুর সড়কের পূর্ব নয়াগাও এলাকায় ট্রাকচাপায় অশি আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে সড়কের রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজর সামনে এ দুঘর্টনা ঘটে। দুর্ঘটনাস্থলে তার মৃত্যু হলেও স্থানীয়রা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত অশি আক্তার মিরেস্বর এলাকার জহিরউদ্দিনের মেয়ে।
মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক মো. সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ট্রাক চালককে আটক করা হয়েছে। ট্রাকটিও থানায় নিয়ে আসা হয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply