৩ লাশের দাফন সম্পন্ন ॥ পরিবারে চলছে আহাজারি

মাদারীপুর, কেরানীগঞ্জ ও জুড়াইনে লাশ ৩টি দাফন সম্পন্ন হলেও এই রহস্যজনক ক্ষত নিয়ে পরিবারগুলোতে চলছে আহাজারি। ঢাকায় নিখোঁজ হওয়া তিন ব্যক্তির গুলিবিদ্ধ লাশ মুন্সীগঞ্জ থেকে উদ্ধারের চার দিনেও কোন ক্লু বের করতে পারেনি পুলিশ। তদন্ত চলছে উল্লেখ করে কর্মকর্তারা জানান, তিনটি হত্যার যোগসূত্র থাকলেও আসামি অজ্ঞাত, তাই পুলিশ নানাভাবে হত্যার কারণ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। শ্রীনগর উপজেলার শ্রীধরপুর থেকে বৃহস্পতিবার দুপুরে উদ্ধারকৃত রাঢ়ী মাসুদের লাশ শুক্রবার দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন হয়।


স্বজনার পরে কেরানীগঞ্জের আমবাগিচা কবরস্থানে দাফন করেছেন। আলো স্বল্পতার কারণে বৃহস্পতিবার তার ময়নাতদন্ত হয়নি। বৃহস্পতিবার ময়নাতদন্ত সম্পন্ন হলেও আব্দুল কুদ্দুসের লাশ শুক্রবার তার গ্রামের বাড়ি মাদারীপুর সদরের হোগলী গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে রাতেই ঢাকার জুড়াইন কবরস্থানে ইব্রাহিমের লাশ দাফন করা হয়। এর আগে রাত সোয়া ১০টায় জুড়াইন দারুসসালাম মসজিদ প্রাঙ্গণে জানাজায় প্রায় ৪শ’ এলাকাবাসী অংশ নেয়। স্বজনরা জানান, ইব্রাহিমের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরে হলেও ছোটবেলা থেকে পূর্ব জুড়াইনের নানাবাড়ি বসবাসের কারণে ঢাকায় দাফন করা হয় ইব্রাহিমকে।

জনকন্ঠ

Leave a Reply