দুর্ধর্ষ চুরি প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট

পুলিশ সুপারের বাসভবনের ১০০গজ অদূরে
মুন্সিগঞ্জ পুলিশ সুপারের বাসভবনের ১০০গজ দূরে সোমবার দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জ কলেজ রোডের স্টেডিয়াম মার্কেটের সাইবার নেট কম্পিউটার দোকানের এডজাস্ট ফ্যান খুলে চুরি সংগটিত হয়। রবিবার দিবাগত গভীর রাতে ৫টি সিপিইউ, ৪টি এলসিডি মনিটর, ৩টি প্রিন্টার, ২টি স্ক্যানার, ১টি ডিজিটাল ক্যামেরা ২০টি ১৬জিবি পেনড্রাইভ যার আনুমানিক মুল্য ২লাখ ৬০হাজার টাকা। এ বিষয় সাইবার নেটের মালিক সাকিল সরকার বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় একটি অজ্ঞাত আসামী দিয়ে মামলা দায়ের রুজু করেছেন।

এ বিষয় স্টেডিয়ামের ব্যবসায়ীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রত্যেকটি দোকানে কম্পিউটার ও ফটোস্ট্যাট মেশিন রয়েছে। ইতোপূর্বে এক রাতে ৫টি দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। তারও কোন বিহিত করতে পারেনি। পুলিশ।


এ বিষয় সদর থানার এস.আই এরশাদ জানান, মামলা হয়েছে ঘটনাটি প্রত্যক্ষ করেছি। চুরি হওয়া কম্পিউটার সন্ধান পেলে অবশ্যই আসামী গ্রেফতার করা হবে।

সংবাদ প্রতিদিন

Leave a Reply