মুন্সিগঞ্জে প্রাইম ব্যাংক জেলা ফুটবললীগ ফাইনাল খেলায় ৩-০গোলে চ্যাম্পিয়ন নব নবীন ক্লাব। বর্ণালী ক্রিড়া চক্র বনাম নব নবীন ক্লাব ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেয়। মুন্সিগঞ্জের জেলা স্টেডিয়াম মাঠে সোমবার বিকেলের ৬০মিনিটের খোলার প্রর্থমার্ধে নব নবীন ক্লাব ২টি গোল দিয়ে এগিয়ে যায়।
প্রথম গোলদাতা মো. মনির হোসেন। দ্বিতীয়ার্ধে আরো একটি গোল দিয়ে নব নবীন ক্লাব চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
প্রাইম ব্যাংক জেলা ফুটবললীগ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. সাহাব উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ব্যারিষ্টার গোলাম সরোয়ার। জেলা ফুডবল ফেডারেশনের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিরাজদিখান শাখা ব্যবস্থাপক এস. এম. শহিদুল ইসলাম, সহ-সভাপতি সাইফুল বিন সামাদ শুভ্র, সাধারণ সম্পাদক আয়নাল হক ¯^পন, নব নবীন ক্লাবের কর্মকর্তা মঈনউদ্দিন আহমেদ সুমন সদর অফিসার্স ইনচার্জ আবুল বাসার প্রমুখ।
রেফারীর দায়িত্ব পালন করেন মো. মনির হোসেন, লাইন ম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মন্নাফ সরকার, আব্দুল হান্নান। খেলাটি অত্যান্ত প্রণবন্ত ছিল। দর্শকের সমাগম লক্ষ করা যায়নি।
প্রধান অতিথি সাহাব উদ্দিন খান বলেন, মুন্সিগঞ্জ স্টেডিয়ামে খেলাধূলা হলেও দর্শকদের অংশগ্রহণ তেমন লক্ষ্য করা যায় না। কর্তৃপক্ষকে আগামীতে দর্শকদের উপস্থিতি বাড়ানোর জন্য পরামর্শ দেন।
বিজীয়ী দল নবনবীন ক্লাবের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন শাহীন ও বিজিত দল বর্ণালী ক্রীড়া চক্রের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রুবেল।
সংবাদ প্রতিদিন
Leave a Reply