মুন্সীগঞ্জে ২ যুবকের বিষপান, এক জনের মৃত্যু

মুন্সীগঞ্জের উত্তর চরকেওয়ার গ্রামে ও শহরের হাটলগিঞ্জ এলাকায় পৃথক ২ যুবক বিষপান করেছে। এতে আতাউর রহমান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে জেনারেল হাসপাতালে নেওয়ার পর আতাউরকে মৃত ঘোষণা করা হয়।

বিষপান করা অপর যুবক শাহআলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, মা ও বাবার সঙ্গে অভিমান করে সদর উপজেলার উত্তর চরকেওয়ার গ্রামের আসলাম খানের ছেলে সকালে বিষপান করে। এরপরই তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


অন্যদিকে শহরের হাটলগিঞ্জ এলাকার নুরুল ইসলামের ছেলে শাহআলম বাবার কাছে ২০ হাজার টাকা চেয়ে না পেয়ে অভিমানে বিষপান করে। পরে স্বজনরা তাকেও হাসপাতালে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মিনহাজ মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply