মুন্সীগঞ্জে পিঠা উৎসব

মুন্সীগঞ্জে সকালে সোমবার জেলা বারে পিঠা উৎসব হয়েছে। এতে হরেক রকমের পিঠার আসর বসে। সকল আইনজীদের জন্য উন্মুক্ত এই পিঠা উৎসবের ভিন্ন মাত্রা যুক্ত হয়। জজকোর্ট ভবন মিলনায়তনে এই উৎসবের উদ্বোাধন করেন জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ। এই সময় মিসেস মো. মঞ্জুরুল বাছিদ ও জজশীপের বিচারকবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আইনজীবি সমিতির সাবেক তিন সভাপতি এ্যাডভোকেট আর্সেদউদ্দিন চৌধুরী, এ্যাডভোকেট মুজিবুর রহমান ও এ্যাডভোকেট কাজী আফছার উদ্দিন নিমু, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইমরাত হোসেন, পিপি এ্যাডভোকেট আব্দুল মতিন, সমাবসেবী মো. নুরুজ্জমান, এনামূল ইসলাম বাবুল, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা এ্যাডভোকেট নাসিমা আক্তার প্রমুখ। বারের সিনিয়র আইনজীবীবৃন্দ এই উৎসবের আয়োজন করে। এতে ভাপা,পাটি সাপটা, ভিজা পিঠাসহ হরেক রকমের ঝাল ও মিষ্টি পিঠার সমাবেশ ঘটে।


মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply