মুন্সিগঞ্জে এবার কলেজ ছাত্রীর উপর পাশবিক নির্যাতনের অভিযোগ!

হাসপাতালে চিকিৎসাধীন
দিলস্নী, সভার, মানিকগঞ্জের পরে এবার মুন্সিগঞ্জে কলেজ ছাত্রীর উপর পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। যদিও মেয়ে ও মেয়ের বাবা বিষয়টি অন্যভাবে ঘুরিয়ে বলেছেন। মুন্সিগঞ্জের সদর উপজেলার গুহেরকান্দি গ্রামের ৮জন নরপশু একটি এইচ এস সি পরিক্ষার্থী মেয়েকে হাত পা বেঁধে চকের মাঝে আলু ক্ষেতে নিয়ে পাশবিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। মেয়েটি নির্যাতনের বিষয়টি ছাড়া সকল কিছু স্বীকার করেছে। সন্ত্রাসীদের ভয়ে কিছুই বলতে নারাজ সে।

নির্যাতিত কলেজ ছাত্রী সোনিয়া বলেন, প্রাকৃতিক ডাকে সারা দিতে গেলে তাজেল ও মহিউদ্দিন মুখোশ পরে তাকে অপহরণ করে সোমবার সন্ধ্যায় পাশ্ববর্তী আলু ক্ষেতের চকের মাঝে নিয়ে যায়। পরে মোলস্নাবাড়ির বিলস্নাল মোলস্নার ছেলে তাজেল, মহিউদ্দিন জমদ্দার, জয়নালের ছেলে শিপন জমদ্দার সোনিয়া (২০) নামের মেয়েটিকে বেস্নড দিয়ে কেটে জ্বিব ও হাতের আঙ্গুল কেটে নেয়ার হুমকি দেয়। দুই জনে সোনিয়ার হাত-পা বেধে একজনে লবনের প্যাকেট খুলে অন্যজন বেস্নড দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় পোচাতে থাকে। মেয়েটির ওড়না দিয়ে চোখ-মুখ বেঁধে ফেলে। পরে অবচেতন অবস্থায় মেয়েটির বাবা জাহান শরীফসহ স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে যখন ভর্তি করে তখন মেয়েটি অবচেতন অবস্থায় ছিল। মেয়ে হাসপাতালের বেডে গুরম্নতর অসুস্থ অবস্থায় কাঁতরাচ্ছে। ভয়ে সাংবাদিকের সাথে কোন কিছু না বলে শুধু মেরে ফেলার জন্য আলু ক্ষেতে নিয়ে বেস্নড দিয়ে নির্যাতন করার কথা স্বীকার করেছে। মেয়েটি আরো জানায়, তার সাথে পার্শ্ববর্তী ইদ্রিস সরকারের ছেলে শায়েলের সাথে দুই বছর যাবৎ প্রেম বিনিময় হয়েছে। শায়েল বিয়ে করবে বলে শনিবার তাদের বাড়ীতে সোনিয়া (২০) কে নিয়ে যায় এবং একটি রম্নমে রেখে ছেলের মাকে পা ধরে মাফ চাওয়ায়। তখন শায়েল দূরে সরে ছিল। মেয়েটিকে রবিবার বিকালে শায়েলের বন্ধুরা ভিটি হোগলাকান্দি নিয়ে বাবার বাড়ীতে দিয়ে যায়।

শিপন নামের ছেলেটি মেয়েকে মেরে ফেলারও হুমকি দিয়েছে। ঘটনা কারো কাছে ফাঁস করলে জীব ও আঙ্গুল কেটে নেয়ারও হুমকি দিয়েছে। পুলিশ ঘটনাটিকে অন্যখাতে নেয়ার জন্য জোর তৎপরতা চালাচ্ছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছে। পুলিশ মেয়ের সাথে কথা বলে ছেলের বাড়িতে গিয়ে উল্টো মেয়ের সাজানো নাটক বলে বিষয়টিকে হালকা করারও চেষ্টা চালিয়ে যাচ্ছে।


এস.আই মনির জানান, মেয়ের সাথে কথা বলে একটি লিখিত অভিযোগ নেন। অভিযোগের ভিত্তিতে পরে ছেলের বাড়িতে যান, এই ঘটনার পর থেকে ছেলের বাড়ি তালা মেরে সকলে পালিয়েছে। ছেলের বাড়িতে কাউকে না পেয়ে ছেলের নানা বাড়িতে গিয়ে তার মায়ের সাথে কথা বলে আসেন।

হাসপাতাল পরিদর্শণকালে জানা যায়, হাসপাতালের স্টাফরা বলছেন ৮জনে মিলে চকের মাঝে আলু ক্ষেতে হাত পা বেঁধে কলেজছাত্রীকে ধর্ষণ করে পরে মেয়েটির আত্ম চিৎকারে মেয়ের বাবা ও আত্মীয় স্বজন লাইট নিয়ে চিৎকার করলে সোনিয়ে রেখে পালিয়ে যায়। মেয়েটি হাসপাতাল বেড থেকে উঠে বসতে পারছে না। পুলিশ চাচ্ছে ছেলের সাথে মেয়েকে বিয়ে দিয়ে কোনভাবে ঘটনাটি ধামাচাপা দিতে। শরীরের নীচের অংশ নাড়াতে পারছে না সোনিয়া। আলামত নষ্ট করার জন্য কুচক্রী মহল বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য পায়তারা করছে বলে বিশেষজ্ঞরা ধারনা করছেন। এ বিষয়ে মেয়ের বাবা জাহান শরীফ বলেন, আমার মেয়ের এ বিষয় লিখে ইজ্জতহানী ঘটাবেন না। আমার মেয়েকে কেউ ধর্ষণ করেনি।

এ বিষয় ঘটনাস্থল পরিদর্শণকারী এস.আই এরশাদ জানান, ছেলেদের বাড়ি তালা দেয়া। কাউকে পাওয়া যায়নি। তবে ঘটনাটি মেয়ের সাজানো বলে মনে হচ্ছে। তদমত্ম করে দেখে বলা যাবে তিনি জানান। এ বিষয়ে সরকারী দলীয় দালালদের দৌরাত্ম ও জোর তদবির চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

এ বিষয়ে সদর থানার অফিসার্স ইনচার্জ আবুল বাসার বলেন, ঘটনাটি সাজানো বলে মনে হচ্ছে। শায়েল নামের ছেলেটি বিয়ে করবে না বিধায় মেয়েটি নাটক সাজিয়েছে।

এ বিষয় মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদমত্ম) আবু বকর ছিদ্দিক জানান, এক ছেলের সাথে সম্পর্ক ছিল তার সাথে হয়তো কিছু হয়েছে তবে মেয়েটি ধর্ষিত হয়নি।

টিএনবি

Leave a Reply