মুন্সীগঞ্জে স্কুল শিক্ষার্থী অপহরন ও উদ্ধারের ঘটনায়
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে অষ্টম শ্রেনীর স্কুল শিক্ষার্থীকে অপহরন করে ৫০ লাখ টাকা মুক্তিপন দাবী ও স্কুল শিক্ষার্থীকে উদ্ধারের ঘটনায় সাভারের আশুলিয়া থেকে অন্যতম এক অপহরনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। টঙ্গিবাড়ী থানা পুলিশের একটি টিম বুধবার রাতে সাভারের আশুলিয়ার ভাদাইল্লা এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল (১৬) নামে ওই অপহরনকারীকে গ্রেফতার করে। সে ওই এলাকার আবুল কালাম আজাদের ছেলে। এর আগে ১২ জানুয়ারিতে সাভারের আশুলিয়া থেকে বেলাল ও কামাল নামে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ১৩ জানুয়ারিতে নারায়নগঞ্জের কাঁচপুর ব্রীজ থেকে অপহৃত স্কুল শিক্ষার্থী ইমরান হালদারকে করা হয়।
উল্লেখ্য গত ৮ জানুয়ারি জেলার টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও এলাকার ইউপি সদস্য ওয়াহিদ হালদারের ছেলে ও বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী ইমরানকে অপহরন করে দুর্বৃত্তরা। অপহরনের পর তার পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপন দাবী করে অপহরনকারীরা।
টাইমস্ আই বেঙ্গলী
Leave a Reply