মুন্সীগঞ্জের মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলে হাকিম মিয়ার (৫৫) লাশ ৭ দিন পর গজারিয়ার ইসমানিচর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে লাশ ভেসে উঠলে মেঘনা নদীর ওই এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় পারভেজ জানান, দুপুরে নিখোঁজ জেলের লাশ মেঘনা নদীতে ভেসে ওঠলে তার আত্মীয়-স্বজন ও গ্রামবাসী লাশ উদ্ধার করে বিষয়টি পুলিশকে জানান।
গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) বেলাল বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি জেলে হাকিম, রতন ও আল ইসলাম ইসমানিরচর এলাকায় মেঘনা নদীতে মাছ ধরছিল। এ সময় একটি জাহাজ তাদের ট্রলারটিকে সজোরে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। এ সময় রতন ও আল ইসলাম সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও হাকিম মিয়া নিখোঁজ হন।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply