গজারিয়া উপজেলার হোসেন্দির জামালদি গ্রামে ট্রান্সফরামার চোরের হামলায় রবিবার ডিবির এসআই শরিফুল ইসলাম খান নিহত হবার ঘটনায় সোমবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত গজারয়িা থানায় কোন মামলা হয়নি। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন রাত সাড়ে ৮টায় জানান, ঢাকার ডিবির সাথে কথা হয়েছে। তবে এখনও এজাহার পাওয়া যায়নি। রাতে মামলা হতে পারে বলে তিনি আভাস দেন। তবে রবিবার ভোওে পুলিশের এমন মৃত্যুর ঘটনায় মামলা বিলম্বের বিষয়ে তিনি বলেন-বিষয়টি ডিএমপির ডিবি দেখছে।
রবিরার ভোরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি গ্রামে বিদ্যুতের ট্রান্সফরমার চোরের সাথে ডিবি পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। চোর দলের হামলায় ডিবির এসআই শরিফুল ইসলাম খান (৩৮) আঘাতপ্রাপ্ত হয়ে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পর সে মারা যায়। এ ঘটনায় চোর দলের এক সদস্য আব্দুল মতিন শিপন (৩০) নামের এক চোরকে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করে। সে ডিবি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে বলে পুলিশ জানায়।
মুন্সীগঞ্জ নিউজ
Leave a Reply