বিএনপি নেতা সহ তার লোকজনের বাড়িতে পুলিশের চিরুনি অভিযান

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের আধারা ইউনিয়নের রাড়ি পাড়া গ্রামের বিএনপি নেতার দোকান ঘর ভাংচুরের ঘটনায় কোন আসামি ধরতে পারেনি মুন্সিগঞ্জ থানা পুলিশ। এদিকে এঘটনাকে ধামা চাপা দিতে উল্টো বিএনপি নেতাসহ তার লোকজনের নামে মিধ্যা অভিযোগ দিয়ে পুলিশ দ্বারা হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। সুত্র জানায় সন্ত্রাসী রুহুল বাদি হয়ে বিএনপি নেতা সহ তার লোকজনকে আসামি করে গত রবিবার গভির রাতে তদন্তের নামে মুন্সিগঞ্জ সদর থানার এ.এস.আই সিরাজের নেতৃত্বে রাড়িপাড়া গ্রামে বিএনপি নেতার বাড়ি ও তার লোকজনের প্রতিটি ঘরে চিরুনি অভিযান করেন এতে বিএনপি নেতাসহ তার লোকজন বাড়ি ঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যায়।


এদিকে ককটেল বিস্ফোরন মামলার বাদি বিএনপি নেতা রজ্জব আলি জানান, আমি অভিযোগ দিয়েছি পুলিশ তদন্ত করেছে অথচ কোন তদন্ত ছাড়াই আমি সহ আমার লোকজনকে হয়রানি করছে এ.এস.আই সিরাজ। এব্যাপারে সদর থানার এ.এস.আই সিরাজ জানান, আমার কাছে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ থাকায় আমি ওখানে গিয়েছি, আসামিদের বাড়িতে রাত্রে যাওয়ার ব্যাপারে জিঙ্গাসা করলে কোন সদত্তর দিতে পারেনি ওই এএসআই। বিএনপি নেতা ওতার লোকজনকে হয়রানির ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সিদ্দিকুর রহমান জানায় রাতে সংবাদ পেয়েছি ওই এলাকায় সংঘর্স হছ্ছে তাই আমি ফোর্স পাঠিয়েছি কোন ব্যাক্তির বাড়িতে চিরুনি অভিযান করতে বলা হয়নি।

ইউপিবিনিউজ ২৪

Leave a Reply