মুন্সিগঞ্জ শহরের উপকন্ঠে মুক্তারপুর এলাকায় স্কুল ছাত্রী মুক্তা আক্তার (১৩) কে একই এলাকার সোহোগ নামের এক বখাটের উত্তপ্ত করার অভিযোগ পাওয়া গছে। জানা যায়, মুক্তারপুর এলাকার স্কুল ছাত্রী রবিবার নিজ বাড়ি থেকে রাস্তায় বের হলে বখাটে সোহাগ তাকে জোর করে তুলে নিয়ে বিয়ে করার হুমকি দেয়। স্কুল ছাত্রী ভয়ে চিৎকার দিলে আশে পাশের লোকজন উপস্থিত হলে বখাটে সোহাগ পালিয়ে যায়। এ ব্যাপারে মুক্তা আক্তারের বাবা মোহাম্মদ হোসেন বাদি হয়ে সোমবার সোহাগকে প্রধান আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেন।
মুক্তা আক্তার মুন্সিগঞ্জ সরকারি এভিজিএম উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী। বখাটে সোহাগ মুক্তার পুর এলাকার মোঃরফিকের ছেলে। স্কুল ছাত্রীর বাবা মোহাম্মদ হোসেন জানান, আমি আমার মেয়েকে নিয়ে নিরাপাত্ত হিনতায় ভুগছি। মুন্সিগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার এস.আই সুলতান জানান, স্কুল ছাত্রীকে উৎক্ত করার বখাটেকে ছার দিবেনা পুলিশ।
ইউপিবিনিউজ ২৪
Leave a Reply