শরিফুল ইসলাম নিহতের ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ট্রান্সফরমার চোর চক্রের হামলায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম নিহতের ঘটনায় মামলা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এসআই এসহাক আলী গতকাল সোমবার রাতে গজারিয়া থানায় ওই মামলা করেন।

মামলায় রোববার গুলিবিদ্ধ চোর চক্রের সদস্য নজরুল ইসলামকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৫ জনকে।
আসামি নজরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে।

এ বিষয়ে গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘মামলায় গ্রেপ্তার হওয়া নজরুলসহ ১৬ জনকে আসামি করা হয়েছে।তবে কোনো দিকনির্দেশনা না থাকায় গ্রেপ্তার অভিযান শুরু করতে পারিনি।’


গতকাল বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) সহকারী উপকমিশনার মশিউর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আসন্ন গ্রীষ্ম মৌসুমে ও সেচকার্যসহ উৎপাদন ও শিক্ষাক্ষেত্রে পরিকল্পিতভাবে বিদ্যুৎ বিপর্যয় তৈরি করতে একটি চক্র দেশের বিভিন্ন স্থান থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে আসছিল। কয়েকজন অসাধু রাজনৈতিক নেতা ও শিল্পকারখানার মালিক ওই চক্রটিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছিলেন।’
উপকমিশনার মশিউর রহমান বলেন, এমন একটি চক্রকে চুরি করা ট্রান্সফরমারসহ হাতেনাতে গ্রেপ্তার করতেই অভিযান চালিয়েছিল ডিএমপি ডিবির একটি দল। ওই দলের হয়ে দায়িত্ব পালন করতে গিয়েই রোববার ভোরে চোরের দলের হামলায় এসআই শরিফুল ইসলাম নিহত হয়েছেন।

প্রথম আলো

Leave a Reply