অবুঝ সন্তানরা জানে না তার বাবা আর কোনদিনই পুতুল নিয়ে ফিরবেন না!

abul basarআবুধাবীতে নিহত আবুল বাশার
আরিফ হোসেন: আবুধাবীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের একজন শ্রীনগর উপজেলার মদনখালী গ্রামের আবুল বাশার। তার বাবার নাম শেখ আলেপ মিয়া। অভাবের সংসারে একটু সচ্ছলতার আশায় ধার কর্য করে পৌনে তিন লাখ টাকায় তিন বছর আগে পাড়ি জমিয়েছিলেন আবুধাবীতে। সেখানে গিয়ে আবুল বাশার খুব কম বেতনের চাকুরি পান। ফলে এখনো শোধ হয়নি মহাজনের কর্যের টাকা। তার পরও শুক্রবার দিন ফোনে জানিয়েছিলেন আর দুমাস পরই ছুটিতে দেশে আসছেন। মেয়ে মারিয়া (৮) ও উর্মি (৬) কে বলে ছিলেন তাদের জন্য আনবেন বিদেশী পুতুল। তার সবই এখন অতীত। অথচ তার ছোট দুই অবুঝ শিশু এখনো জানেনা তার বাবা আর কোনদিনই পুতুল নিয়ে ফিরবে না। সোমবার রাতেই আবুল বাশারের বাড়িতে তার মৃত্যু সংবাদ পৌছে। এর পর থেকেই চলছে শোকের মাতম।
abul basar
মঙ্গলবার দুপুরে আবুল বাশারদের বাড়িতে গিয়ে দেখা যায় থেমে থেমে চলছে শোকের মাতম। সকলেই বাকরুদ্ধ। বাশারের ষাটোর্ধ পঙ্গু মা লায়লা বেগম বার বার মূর্ছা যাচ্ছেন। বিলাপ করে বলছেন বাশার কইছে মা তুমি আমার জন্য দোয়া কইর আমি টাকা দিয়া তোমার টোপর ভইরা দিমু। আমার টেকা লাগবো না । আমার সোনার চান তো আর আমারে মা কইয়া ডাক দিবনা।
basarer ma
আবুল বাশারের বাবা আলেপ শেখ জানান, পাঁচ ভাই দুই বোনের মধ্যে বাশার দ্বিতীয়। সে ১৩ বছর আগে একই গ্রামের ফরহাদ মিয়ার মেয়ে মুক্তা (২৮) কে বিয়ে করে। তাদের সংসারে মারিয়া ও উর্মি নামে দু কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে মারিয়া মদনখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেনীতে পরে। বিদেশ যাওয়ার আগে সে ছোট খাট মুদি ব্যবসা করত। ধার কর্য করে তিন বছর আগে এলাকার আদম ব্যাপারী হারুনের মাধ্যমে আবুধাবী গেলেও তেমন সুবিধা করতে পারেননি।


বাশারের স্ত্রী মুক্তার চোখে রাজ্যের হতাশা। এক সপ্তাহ আগেও সে চোখে ছিল সুখের স্বপ্ন। তিনি বার বার বলছেন আমার দুমেয়েকে নিয়ে এখন আমি কোথায় গিয়ে দাঁড়াব?

Leave a Reply