রাত ৯টা ৫৩ মিনিটে আন্দোলনে এসে আন্দোলনকারীদের একটি মাইক্রোফোন হাতে নেন এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নী সাহা। তিনি বলে ওঠেন, ‘আমরা দেখতে পাচ্ছি গতকাল রাত থেকে এখানে আন্দোলন চলছে। কিন্তু যে উদ্দেশ্যে আন্দোলন হচ্ছে তার সঠিক কোনো দিক নির্দেশনা কেউ দিচ্ছে না। অথচ এখানে নির্দেশনা দেয়ার মতো অনেকেই উপস্থিত ছিলেন এবং আছেন।’
এ কথা বলার সময় আন্দোলনকারীদের একটি অংশ উত্তেজিত হয়ে ওঠে। তারা মুন্নী সাহাকে থামিয়ে দিতে চায়। কিন্তু মুন্নী সাহা না থেমে উল্টো বলেন, ‘এখন একটু শুনতে হবে’। এ কথাটি তিনি কয়েকবার বলে তার বক্তব্য শুরু করেন।
তিনি বলেন, ‘আমরা একজন ব্যারিস্টারকে নিয়ে ৪০ মিনিটের সরাসরি একটি অনুষ্ঠান এখান থেকে করতে চাই যা সারাদেশের মানুষ সরাসারি দেখতে পাবেন। উপস্থিত যাদের এ রায় নিয়ে প্রশ্ন আছে তারা হাত তুলবেন, আমরা তাদের কাছে মাইক্রোফোন নিয়ে যাবো।’
তখনই অন্য একটি মাইক্রোফোন থেকে ‘না, না…মানি না’ শব্দে গর্জে ওঠে। উপস্থিত আন্দোলনকারীরাও এমন বক্তব্যের বিরুদ্ধে ফুঁসে ওঠে। তারাও স্লোগান দিতে থাকে ‘মানি না’ বলে।
এ সময় আন্দোলনকারীরা মুন্নী সাহাকে উদ্দেশ্য করে বলেন, ‘আন্দোলন নিয়ে কোনো সংবাদ না পেলে অন্য কোথাও গিয়ে সংবাদ খুঁজুন। এটা জনতার আন্দোলন, এই আন্দোলন বিভ্রান্ত করা যাবে না। আপনার প্রপোজাল আমরা মানি না।’
এ প্রসঙ্গে তাৎক্ষণিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অন্য একটি স্যাটেলাইট চ্যানেলের সিনিয়র রিপোর্টার বাংলামেইলকে বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের সেন্টিমেন্টকে কোনো প্রতিষ্ঠান তাদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে পারে না। এটা এক ধরনের হঠকারিতা।’
অনেকেই মুন্নী সাহার এমন বক্তব্য দেয়া উচিৎ হয়নি বলে মন্তব্য করেন। মুন্নী সাহা এর মাধ্যমে এটিএন নিউজের প্রচারণার চেষ্টা চালিয়েছেন বলেও অভিযোগ করেন তারা।
বাংলামেইল২৪
Leave a Reply