মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকায় অগ্নিকাণ্ডে ২টি গোডাউন পুড়ে গেছে। বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মানিকপুর এলাকার হযরত আলীর ভাড়াটিয়া নুরুজ্জামান ও জুয়েল মিয়ার ২টি গোডাউনে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় এলাকাবাসী ও খবর পেয়ে পুলিশ, দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা দুলাল হোসেন জানান, অগ্নিকাণ্ডে ২টি গোডাউন আংশিক পুড়ে গেছে। দ্রুত আগুন নেভাতে সক্ষম হওয়ায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে প্রায়
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply