অবস্থান কর্মসূচি নানা শ্রেনী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন

1c146মুন্সীগঞ্জ কাদের মোল্লার ফাসিঁর দাবিতে
বৃহস্পতিবার মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবীতে অবস্থান কর্মসূচী পালন করা হয়। এতে মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

আলোর প্রতিমা আয়োতিজত এই অবস্থান কর্মসূচীতে সংগঠনটির সভাপতি ও প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে মানবতাবিরোধী যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাসিঁর দাবি জানিয়েছে বক্তব্য রেখে কর্মসূচীতে একাত্মতা ঘোষণা করেন- মুন্সীগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. মহিউদ্দিন, আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, সাবেক পৌর মেয়র এ্যাডভোকেট মুজিবুর রহমান, ’৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি জামাল হোসেন, পিপি এ্যাডভোকেট আব্দুল মতিন, জেলা কৃষক লীগ সভাপতি মহসিন মাখন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ কাদের মোল্লা, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমর ঘোষ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. শহীদ, শিক্ষক আলী নাসিম, ফিরোজ মিয়া, কাজল চ্যাটার্জী, মোবারক হোসেন পরান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তানভীর হাসান, সম্মিলিতি সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি শাহিন মো. আমানুল্লাহ, শম কামাল, হামিদা খাতুন, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান সুমন, সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, বর্তমান সাধারণ সম্পাদক আবু সাইদ, নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী, সাংবাদিক সূজন হায়দার জনি, রাজনীতিক মোহাম্মদ আলী, সাপ্তাহিক সত্যপ্রকাশ সম্পাদক জসীম উদ্দীন দেওয়ান, ইত্তেফাক প্রতিনিধি বাছির উদ্দিন জুয়েল, আলোর প্রতিমার সম্পাদক মাহবুব আলম জয়, আ. রশিদ, হানিফ শিকদার, গোলাম আশরাফ খান উজ্জ্বল, ছাত্তার মুন্সী, ইলিয়াস, সাদনান হোসেন ও মো. শরীফ প্রমুখ।

অবস্থান কর্মসূচীতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিভিন্ন সংগীত পরিবেশন করা হয়। আয়োজক ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানিয়েছেন, যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁড়ির ঘোষনার আগ পর্যন্ত এই কর্মসূচী অব্যাহত থাকবে।

নিউজএক্সপ্রেসবিডি

Leave a Reply