মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার বাসিন্দারা পানি ও বিদ্যুতসেবা নিলেও পৌর কর্তৃপক্ষ তাঁদের কাছ থেকে বার্ষিক কর আদায় করছে না। এতে প্রতিবছর মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে পৌরসভা। মিরকাদিম পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে এই পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ২০০৩ সাল পর্যন্ত এটিতে নির্বাচিত কোনো জনপ্রতিনিধি ছিলেন না। ২০০৪ সালে প্রথম নির্বাচিত পৌর পরিষদ গঠিত হয়। ২০১১ সালে দ্বিতীয় পরিষদ গঠন করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, আট বছর ধরে নির্বাচিত জনপ্রতিনিধিরা পৌরসভা চালালেও পানি ও বিদ্যুতের বাৎসরিক কর আদায়ে কোনো ভূমিকা রাখেননি।
পৌরসভার পানি ও বিদ্যুৎ শাখা সূত্র জানায়, পৌরসভা তিনটি গভীর নলকূপের মাধ্যমে পানি সরবরাহ করছে। এখানে বর্তমানে পানির গ্রাহক ৫৭৮ জন। এঁরা মাসিক পানির বিল পরিশোধ করেন, কিন্তু পানির বাৎসরিক কর নেয় না পৌর কর্তৃপক্ষ। সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটিতে আলোর ব্যবস্থা থাকলেও এর জন্য জনগণকে কর দিতে হয় না। পৌরসভা তার আয়ের অন্য খাত থেকে পল্লী বিদ্যুৎকে এই টাকা পরিশোধ করে। তিনটি গভীর নলকূপের জন্য পৌরসভাকে প্রতি মাসে কমপক্ষে ৪০ হাজার টাকা এবং সড়কের বাতির জন্য আরও ২৫ হাজার টাকার বিল স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতিকে পরিশোধ করতে হচ্ছে।
পৌরসভা সূত্র জানায়, পৌরসভায় মোট সাত হাজার ২৫৫টি পরিবার রয়েছে। বাড়ির (হোল্ডিং) সংখ্যা ছয় হাজার ৪৫টি। পৌরকর আদায়ের নিয়ম অনুসারে, প্রতিবছর গৃহবাবদ বাৎসরিক করের সঙ্গে পানির জন্য সর্বোচ্চ ১০ শতাংশ এবং বিদ্যুতের জন্য ৩ শতাংশ কর আদায় করার কথা। কিন্তু পৌর কর্তৃপক্ষ গৃহবাবদ কর আদায় করলেও পানি ও বিদ্যুতের কর আদায় করছে না। এ কারণে পৌরসভা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
পৌরসভার একাধিক বাসিন্দা বলেন, ‘পানি ও বিদ্যুতের জন্য বাৎসরিক কর দিতে হয়, এটা তো আমরা জানিই না। পৌরসভাও আমাদের কাছে কোনো দিন চায়নি। যার কারণে আমরাও দিই না।’
মিরকাদিম পৌরসভার মেয়র শহীদুল ইসলাম বলেন, ‘পানির কর আমার আগেও আদায় করা হতো না। আমি আসার আগে তো সড়কে বাতিরই ব্যবস্থা ছিল না। এই পৌরসভা কীভাবে চলেছে বোঝেন? তবে, পানি ও বিদ্যুতের বাৎসরিক কর আদায়ের বিষয়টি এখন গুরুত্বের সঙ্গে দেখা হবে।’ সাবেক মেয়র মোহাম্মদ হোসেন জানান, পৌরসভার জনগণ কর দিতে চায় না। তাদের কাছ থেকে কর আদায় করা বড় কঠিন। তাই তাঁর সময়কালে পানি ও বিদ্যুতের জন্য কর আদায় করা সম্ভব হয়নি।
প্রথম আলো
Leave a Reply