সোমবার সকালে খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশ্রণ এবং জনস্বাস্থ্যের হুমকি প্ররিরোধকল্পে একটি র্যালী বের হয়। জেলা প্রশাসক সইফুল হাসান বাদলের নেতৃত্বে র্যালীটি জেলা শিল্পকলা একাডেমী থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যারিস্টার মোঃ গোলাম সারওয়ার ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহাবুদ্দিন খান বিপিএম। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, জেলা শ্রমীকলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ,টি,এম দেলোয়ার হোসেন প্রমুখ।
মুন্সীগঞ্জ নিউজ
Leave a Reply