মুন্সীগঞ্জ শহর লাগোয়া ধলেশ্বরী ও গজারিয়া উপজেলার মেঘনা নদীতে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে কোস্টগার্ড সদস্যরা যাত্রীবোঝাই লঞ্চ থেকে ৩৬ মণ জাটকা ইলিশ মাছ জব্দ করেছে। ভোরে ধলেশ্বরী নদীতে এমভি প্রিন্স অব বরিশাল-২ ও মেঘনায় এমভি শরীয়তপুর নামীয় পৃথক ২ টি লঞ্চ থেকে ওই জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়।
নারায়নগঞ্জের গাপলাস্থ কোষ্টগার্ড স্টেশনের পেটি অফিসার এম এম রহমান জানান, দক্ষিণাঞ্চল থেকে যাত্রীবোঝাই করে ঢাকার সদরঘাট যাচ্ছিল। লঞ্চ দু’টিতে ১৪টি ড্রামে ভর্তি বিপুল পরিমাণের জাটকা ইলিশ মাছ মজুদ করা হয়। খবর পেয়ে কোস্টগার্ড ওই দু’টি লঞ্চে অভিযান চালিয়ে ৩৬ মণ ওজনের জাটকা ইলিশ জব্দ করতে সক্ষম হন। পরে জব্দকৃত জাটকা ইলিশ মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম ও সদর উপজেলার ইউএনও শারাবান তহুরার উপস্থিতিতে সদর উপজেলার ১৪ টি মাদ্রাসায় এতিম-দু:স্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
জাস্ট নিউজ
Leave a Reply