মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা কলেজ অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে সমবেত হন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন।
লৌহজং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ ফকিরের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেনসহ দলীয় নেতারা।
সদর উপজেলা যুবলীগের সভাপতি বাদল রহমান বাংলানিউজকে জানান, সম্মেলনে আব্দুল হামিদ ফকিরকে সভাপতি ও রশীদ সিকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply