অচেনা নিজ গ্রাম – রাহমান মনি

মুন্সীগঞ্জে জন্ম আমার
গ্রামটা মাঠপাড়া,
নান্দনিক এই গ্রামটা যে জুড়ে
স্মৃতির মিনার ঘেরা।

পশ্চিমে এক খাল ছিল তার
জুবিলী যার নাম,
ভরাট হয়ে খালটা নিল
স্মৃতির পাতায় স্থান।

পূর্বে ছিল বিদ্যাপীঠ এক
হরগংগা কলেজ,
বিক্রমপুরের সব গুনীদের
জুগিয়ে ছিল নলেজ।

উত্তরে এক রাস্তা ছিল
মুনশীর হাটে যাবার,
দক্ষিন দিকটা খোলাই ছিল
মুক্ত বায়ু পাবার।

একটা বড় মাঠ ছিল তার
নাম ছিল মাঠপাড়া,
দূর প্রবাসে গ্রামের স্মৃতি
মনটাকে দেয় নাড়া।

বড় একটা পুকুর ছিল
এক পাশে তার,
খেলা শেষে যখন তখন
কাটিতাম সাঁতার।

এই গ্রামেরই বাতাস জুড়ে
আমার-ই নিঃশ্বাস,
ফিরবো আবার সেই গ্রামটাতে
এটাই আমার বিশ্বাস।

ছোট্ট বেলার মধুর স্মৃতি
সবই গ্রামটা ঘিরে,
সে সব কথা পড়লে মনে
বুকটা ব্যাথায় চিরে।

দূর প্রবাসে থেকেও আমি
পারিনা ভুলিতে,
হরেক রকম ছবি আঁকি
জল রঙের তুলিতে।

বহুদিন পর গ্রামে গিয়ে
পাইনা আগেরটা স্মৃতি
মাঠ হয়েছে স্টেডিয়াম
নতুন রূপের গীতি।

মেঠো পথটা বদলে গিয়ে
হয়েছে পিচ ঢালা,
দিন বদলের পালার চৌদিক
বাড়ায় স্মৃতির জ্বালা।

স্মৃতির পাতা হাতড়ে বেড়াই
পাইনা তো সেই গ্রাম,
স্মৃতির ভারে ক্লান্ত এখন
মাঠপাড়া যার নাম।

টোকিও
ফেব্রুয়ারি ২০১৩

Leave a Reply