পদ্মায় নৌ-ভ্রমণে ভুটানের রাজা-রানী

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকার পদ্মায় নৌ-ভ্রমণ করে ঢাকায় ফিরলেন ভুটানের রাজা-রানী। শনিবার সকাল ১১টার দিকে সেনা বাহিনীর ভ্রমণ জাহাজ ‘শক্তি সঞ্চারে’ চড়ে মাওয়াঘাট থেকে পদ্মায় নৌ-ভ্রমণে বের হন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও রানী জেতসুন পেমা।

ভ্রমণ জাহাজ ‘শক্তি সঞ্চার’ ছুটে যায় মাওয়াঘাট থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনার মোহনা পর্যন্ত। তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা বেস্টনির মধ্য দিয়ে নৌ-ভ্রমণে ভুটানের রাজা-রানী শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ নৌ-ভ্রমণ উপভোগ করেন।


এ সময় মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল ও জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুপুর ২টার দিকে সেনা বাহিনীর ভ্রমন জাহাজ ‘শক্তি সঞ্চার’ মাওয়া ঘাটে ফিরে আসে। পরে রাজা-রানী নিরাপত্তা বলয়ের ভেতর দিয়ে মাওয়া ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, ভুটানের রাজা-রানীর নৌ-ভ্রমণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply