মুন্সীগঞ্জে টানা ৫ ঘন্টা বিদ্যুৎ বিপর্যয়

মৌসুমের প্রথম ঝড়ো হাওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। রবিবার টানা ৫ ঘন্টা এ বিপর্যয় দেখা দেয়। এতে করে মুন্সীগঞ্জ সদর ও টঙ্গিবাড়ী উপজেলার অন্তত ৮০ হাজার বিদ্যুৎ গ্রাহককে অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হয়। শহরের কাছে মিরকাদিম গ্রিডে বৃষ্টির কারণে রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে রেট হট দেখা দেয়ায় এ বিপর্যয় নামে বলে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. আকমল হোসেন জানান। পরে রাত সাড়ে ১০ টার দিকে বিদ্যুৎ ব্যবস্থা সচল করা হয়।


মুন্সীগঞ্জ সদর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. আকমল হোসেন জানান, বৃষ্টি না হওয়ার মৌসুমে বিদ্যুতের তারে ধুলোবালি জমে কন্ট্রাক্ট সমস্যা দেখা দেয়। বছরের প্রথম বৃষ্টি হলে এ রকম সমস্যা দেখা দেয়। পরে তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

জাস্ট নিউজ

Leave a Reply