জামায়াতের ডাকা হরতাল প্রতিহতে মুন্সীগঞ্জ শহরে কয়েক দফা রিকশা মিছিল করেছে শহর আওয়ামীলীগ। সোমবার সকাল ৯ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে ৩ দফায় এ রিকশা মিছিল করা হয়েছে। হরতাল বিরোধী মিছিল হলেও মিছিলে মুলত: রাজাকারের ফাঁসি চেয়ে নানা শ্লোগান দেওয়া হয়। দফায় দফায় এ মিছিল বের করা হলে শহরের পুরাতন কাচারী, বাজার, ছবিঘর সিনেমা হল, থানারপুল চত্বরসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শহর আওয়ামী লীগের নেতা দেলোয়ার হোসেন দেলু, মনির হোসেন নান্নু, আতাউর রহমান ভূঁইয়া, মনির হোসেন, সাবেক ভিপি মাহমুদ রিয়াদ প্রমুখ। এদিকে, হরতাল প্রতিহতে আওয়ামী লীগ মাঠে থাকলেও জামায়াত-শিবির ছিল আতœগোপনে। হরতালের সমর্থনে কোথাও জামায়াতের মিছিল কিংবা পিকেটিং করতে দেখা যায়নি। জামায়াত-শিবিরের নেতাকর্মী হরতালে মাঠেই নামেনি।হরতালও হয়নি মুন্সীগঞ্জে।
জাস্ট নিউজ
Leave a Reply