দীঘির পাড় বাস মালিক শ্রীমিক লীগ নেতা ১৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার

মুন্সিগঞ্জের নয়াগাও এলাকা থেকে ১১৪ পিস ইয়াবাসহ মাদক স¤্রাট মজিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। এস. আই সিদ্ধার্থ সাহা জানান, নয়াগাও মধ্যপাড়া থেকে মৃত হাসেম আলীর ছেলে মাদক ব্যবসায়ী মজিবর (৪২) কে ১৩০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা এবং বিখ্যাত নেশাখোর হিসেবে পরিচিত। মজিবর দিঘির পাড় বাস মালিক সমিতি ফুলবাড়িয়া শ্রীমিক লীগের সভাপতি। এ বিষয় সদর থানায় একটি মামলা হয়েছে। মাদক ব্যবসায়ী মজিবরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

ইউএনএসবিডিডটকম

Leave a Reply