দেশব্যাপী জামায়াত-শিবিরের সহিংসতার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন ও সাংস্কৃতিক কর্মীরা। শুক্রবার রাত ৮টার দিকে পৃথক মিছিল ও সমাবেশ করা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার ও সদর উপজেলা চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছের নেতৃত্বে মুক্তিযোদ্ধা, আ’লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ওয়াকার্স পার্টির নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ বিক্ষোভ মিছিল করে শহর প্রদিক্ষণ করে।
পরে শহরের থানারপুল এলাকায় অঙ্কুরিত যুদ্ধ’৭১ নামে মুক্তিযুদ্ধের ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
এতে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আনিছুজ্জামান আনিছ, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন বক্তব্য রাখেন।
এছাড়া রাত সাড়ে ৮টার দিকে আওয়ামী প্রজন্মলীগের জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগের নেতৃত্বে শহরে জামায়াত বিরোধী পৃথক একটি মিছিল বের হয়।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply