মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার কংশপুরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতি পক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ৬জন আহত হয়েছে। রবিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের রমজান মাষ্টার গং বাদী হয়ে সিরাজুল ইসলাম ও তার দুই বোনের বিরুদ্ধে ২০০৬ সালে কোর্র্টে মামলা দায়ের করে। দীর্ঘ দিন ধরে হাইকোর্টে জমি সংক্রান্ত এ মামলা চলছে। হাইকোর্টের নির্দেশ মোতাবেক মামলারত জমিতে বাদী-বিবাদী কোন পক্ষই কোন কাজ করতে পারবে না।
এ নির্দেশ জারি থাকা সত্ত্বেও রমজান গ্রুপ ওই জমিতে রবিবার সকালে ঘরতোলার চেষ্টা করলে সিরাজুল ইসলাম ও তার স্ত্রী গোলেনূর ইসলাম ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে কথা কাটা-কাটির এক পর্যায়ে রমজান মাষ্টার এর নেতৃত্বে জলিল, ওসমানগণি, বাহালুলসহ ৮/১০ জন স্বামী-স্ত্রীর ওপর হামলা চালিয়ে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে স্বামী সিরাজুল (৬৫)কে হাত-পায়ে কুপিয়ে জখম করে ও স্ত্রী গোলেনূর ইসলাম(৫৪)কে মারধর করে। এসয় আরো ৪জন আহত হয়। আহতদের মধ্যে ৫জনকে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে । গুরুতর আহত সিরাজুলকে স্থানীয় ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সিরাজদিখান থানার ডিউটি অফিসার এস আই হাসমত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সিরাজুল ইসলামের ছেলে উজ্জ্বল বাদী হয়ে একটি মামলার দায়ের করেছে।
মুন্সীগঞ্জ নিউজ
Leave a Reply