শিলই গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

মুন্সীগঞ্জের শিলই গ্রামে জমি থেকে সরিষা কেটে নেওয়াকে কেন্দ্র করে সোমবার সকালে দু’পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে হাই ইসলাম মৃধা (৪৫), মিজান মৃধা (৫০), পিন্টু মৃধা (১৬), ফয়সাল মৃধা (১০) ও ফজল হককে (৪৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার ওই গ্রামের হাই ইসলাম তার জমিতে সরিষা রোপণ করেন। এর মধ্যে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে একই গ্রামের সিরাজ প্রমানিকের লোকজন জমি থেকে রোপণ করা সরিষা কেটে নিয়ে যাচ্ছিলেন। এ খবর পেয়ে হাই ইসলামের লোকজন ঘটনাস্থলে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) সুলতানউদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply