৪২ বছর পর শ্রীনগরের ছত্রিশগ্রামে বিদুতের আলো!

মানিক বন্দ্যোপধ্যায়ের পুতুল নাচের ইতি কথার “গাঁওদিয়া” গ্রামে বিদ্যুতের আলো জ্বলেছে শনিবার। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী তীরের এই গ্রামটির ১৭টি বাড়িতে একযোগে বিদ্যুতের আলো জ্বলে উঠে। এছাড়া আরও ৮টি বাড়ি ২/৪ দিনের মধ্যেই বিদ্যুতের এই আলো জ্বলবে। নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্ত গ্রামটির এই অংশে স্বাধীনতার ৪২ বছর পরে বিদ্যুত পেয়ে গ্রামবাসী বেজায় খুশি। একই সাথে পার্শ্ববর্তী বেজগাঁও ইউপির ছত্রিশগ্রামের ৪৬টি বাড়িতে একই সাথে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।


গ্রামটির আরও ৩০ বাড়িতে এই আলো জ্বলবে এক সপ্তাহের মধ্যেই। ছত্রিশ গ্রামের আহদ আলী ম্মেবার বাড়ির উঠানে সন্ধ্যায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। গ্রাম দু’টির ১০১ বাড়িতে বিদুত্যের আলো ছড়িয়ে দেয়ার এ অনুষ্ঠানে বেজগাঁও ইউপি আওয়ামী লীগর সভাপতি সোহরাব হোসেন ঢালীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম সূর্য্য নারায়ণ ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার, উপজেলা যুবলীগ সভাপতি মেহেদি হাসান, রুহুল আমিন মোড়ল, সাবেক ছাত্র লীগ নেতা তোফাজ্জল হোসেন তপন, হাজী আমির হোসেন তালুকদার, মো. সারোয়ার শেখ ও রুহুল আমিন প্রমুখ।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply