ধলেশ্বরীতে যাত্রীবোঝাই লঞ্চ থেকে ২০ মন জাটকা আটক

সামসুল হুদা হিটু: মুন্সীগঞ্জ শহর লাগোয়া ধলেশ্বরী নদীতে শুক্রবার সকালে যাত্রীবোঝাই লঞ্চ থেকে ২০ মন জাটকা ইলিশ মাছ আটক করা হয়েছে। এমভি বন্ধন নামীয় একটি যাত্রীবোঝাই লঞ্চে অভিযান চালিয়ে কোস্টগার্ড সদস্যরা ওই জাটকা ইলিশ মাছ আটক করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।


লঞ্চটি ভোলার বোরহানউদ্দিন থেকে যাত্রীবোঝাই ও বিপুল পরিমানের জাটকা ইলিশ মজুদ করে ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে শহরের কাছে ধলেশ্বরীবক্ষে শুক্রবার সকালে কোষ্টগার্ড সদস্যরা লঞ্চটিতে তল্লাসি চালিয়ে এ জাটকা আটক করতে সক্ষম হয়। পরে আটক করা জাটকা ইলিশ জেলা সদরের ৭ টি এতিমখানা-মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয়েছে।

ওয়ান নিউজ

Leave a Reply