মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল বাজার থেকে ১ হাজার ৫শ পিস ইয়াবাসহ জামাল হোসেন (৫০) নামে এক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১১) সদস্যরা। শনিবার বেলা ১১টার দিকে দোহারগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে পুলিশ ওই ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করে।
জামাল হোসেন ঢাকার দোহার উপজেলার নারিশা গ্রামের বাসিন্দা।
র্যাব-১১ ভাগ্যকুল ক্যাম্পের কমান্ডার এএসপি মো. মোবারক হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১১টার দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল বাজারে একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে তারা। এ সময় তল্লাশি চালাতে গেলে জামাল দৌঁড়ে পালাতে চেষ্টা করে।
পরে র্যাব-১১’র সদস্যরা পাকড়াও করে তার শরীরে থাকা পৃথক ৩টি পলিব্যাগের ভেতর মজুদ থাকা ১ হাজার ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ঘটনা শ্রীনগর থানায় মামলা করা হয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply