উত্তর কেওয়ার গ্রামে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর কেওয়ার গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ ১০ জন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে হনুফা বেগম (৫৫), কামরুল (৪০), ইমরান (৩৫), লিলি বেগম (৩০), মিলি আক্তার (২৪), শাহাবুদ্দিন কাজীসহ ৮ জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।বাকিরা স্থানীয়রা চিকিৎসা নিয়েছেন।

জানা যায়, জমি নিয়ে কামরুল গং ও সজিব গংয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার সকাল সাড়ে ৯টার দিকে কামরুল গং পৈত্রিক ভিটায় ঘর তৈরির কাজ শুরু করলে সজিব গং সেখানে গিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।


এতে উভয়পক্ষের নারীসহ ১০ জন আহত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) সুলতানউদ্দিন বাংলানিউজকে জানান, এ ঘটনায় দুপুরে কামরুল গংয়ের মা হনুফা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply