মুন্সীগঞ্জে বিএনপি হরতাল ডাকে কিন্তু মাঠে থাকে না। যে কোন হামলার ভয়ে শহরের বেশ কিছু এলাকায় হরতালের সময় দোকানপাট বন্ধ থাকে। এখানে এই সংস্কৃতি অনেক ধরে চলছে। হরতালে ডাক সাইড নেতা ও তৃনমূল নেতা হরতালের মাঠে পিকেটিংয়ে দেখা যায় না। তবে মাঝে মাঝে নতুন প্রজন্মের উঠতি বয়সের ছেলেরা হঠাৎ ইটের আধলা ছুরে পালিয়ে যায়। এই কাজে এই টিনেজদেরকে টাকা দেয়া হয় বলে খবর পাওয়া যাচ্ছে।
বিএনপির ডাকা মঙ্গলবারের সকাল সন্ধ্যা হরতাল উৎতাব বিহীন ভাবে শেষ হয়েছে। সকালে শহরের বাজার এলাকায় দু’টি সিএনজি স্কুটার সামান্য ভাংচুর করা হলেও শহরের জীবনযাত্রা স্বাভাবিক ছিল। সকাল ১১টার দিকে হরতালের সমর্থনে জেলা বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের নেতৃত্বে শহরে মিছিল বের হয়। এরপর আর তাদেরকে হরতালের সমর্থনে মাঠে দেখা যায়নি। আব্দুল হাই চলে গেলে অন্যান্য নেতা হরতালের মাঠ খালি রেখে বাড়ি চলে যায়। এই প্রহসন কেন।
মুন্সীগঞ্জ নিউজ
Leave a Reply