মুন্সীগঞ্জে ভিটামিন-এ ক্যাপসুল খেয়ে শতাধিক শিশু অসুস্থ্

মাহাবুব আলম বাবু: মুন্সীগঞ্জ সদর, গজারিয়া ও টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন ভিটামিন-এ ক্যাম্পেইনে ক্যাপসুল খেয়ে শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে বেশীর ভাগ শিশুই সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। সদরসহ ৩টি উপজেলা হাসপাতালে ৪ থেকে ৫ জনকে ভর্তি করা হয়েছে। তবে ভিটামিন-এ ক্যাপসুল খেয়ে শিশুরা অসুস্থ হয়নি বলে হাসপাতালে কর্মরত চিকিৎসকরা জানিয়েছেন। এটা নিছক গুজব, অভিভাবকরা আতঙ্কে শিশুদের হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এসানুল করিম জানায়, গতকাল মঙ্গলবার দুপুরের পর থেকে রাত ১১টা পর্যন্ত ৩১জন শি শুকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে ৪জনকে ভর্তি রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।


এছাড়া গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন, টঙ্গিবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন ও সিরাজদিখান, লৌহজং ও শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে ৮ থেকে ১০ শিশু প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ প্রসেঙ্গ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মজিবুল হক মোল্লা বলেন, এখানে ৩ শিশুকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে। অপর শিশুদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বলেন, ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ার কারনে শিশুরা অসুস্থ হয়নি। এটা নিছক গুজব। অনেক অভিভাবকরা আতঙ্কে শিশুদের তেতুলের রস খাওয়ানোর ফলে ও গরমের কারনে শিশুরা অসুস্থ হয়েছে।

টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: প্রদ্বীপ কুমার জানান, উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১০ থেকে ১২ জন শিশু অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার পর অনেক শিশুরই বমি বমি ভাব হয়। শরীর গরম হয়ে উঠে। অসুস্থ্য শিশুদের বমির লক্ষন পাওয়া গেছে বলেও জানান তিনি।

মানব চিন্তা

Leave a Reply