লৌহজংয়ে বিলুপ্ত প্রজাতীর বন বিড়াল আটক

banbiralবিলুপ্ত প্রজাতির একটি বন বিড়াল আটক করেছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বড় নওপাড়া গ্রামের দুলাল মোড়ল। তার বাড়ির নারিকেল গাছে ফুল ছিড়ে খাওয়ার সময় বিষয়টি অনেকের চোখে পড়ে। বাড়ির সবাই মিলে ধাওয়া করলে বন বিড়ালটি নিজের আত্মরক্ষার্থে একগাছ থেকে অপর গাছে লাফাতে লাফাতে শেষে মাটিতে নেমে এলে দুলাল মোড়লসহ লোকজন প্রাণীটিকে আটকাতে সক্ষম হয়। খবর পেয়ে শত শত মানুষ ভীর জমায় প্রাণীটিকে এক নজর দেখার জন্য।


খবরটি চতুরদিকে ছড়িয়ে পড়লে প্রাণী বিভাগের ভ্যাটেনারী ডাক্তার মো. ফারুক আহম্মেদ ছুটে আসেন। ডা. মো. ফারুক জানান, এটি একটি বিলুপ্ত প্রজাতির বন বিড়াল। শত বছর পূর্বে এদের বিচরন ছিলো সবখানে। লোকালয় বন জঙ্গলসহ বাড়ীর বাগান ও গাছপালায়। কিন্তু বর্তমানে এটি একটি বিলুপ্ত প্রজাতির প্রানী। সচর আচর এর বিচরন কোথাও দেখা যায় না। এই প্রানীটি ফুল, ফল, গাছের কুড়ি, মুল খায় ও মাংসাসী প্রাণীও বলা চলে। সোমবার বিকালে আটক করা বন বিড়ালটি মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা বন বিভাগে নিয়ে যায়।
banbiral
মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply