ভিটামিন ক্যাপসুল খেয়ে দেড়শ’ শিশু অসুস্থ্য হওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে মুন্সীগঞ্জের জেলা সিভিল সার্জন বনদ্বীপ লাল দাসকে বহিস্কার করা হয়েছে। বুধবার রাতে স্বাস্থ্য মন্ত্রনালয় তাকে বহিস্কার করে। এদিকে বহিস্কৃত সিভিল সার্জনের স্থলাভিষিক্ত হয়েছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সার্জারী কনসালটেন্ট ডা: মেজবাহুল বাহার। ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে বৃহস্পতিবার সকালে দায়িত্ব গ্রহন করেছেন তিনি। জানা গেছে, ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খেলে অসুস্থ্য হওয়ার কোন কারনই নেই।
জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মেজাবহুল বাহার জানান, দেশ জুড়ে কয়েক লাখ শিশুকে ওই দিন ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়। এদের মধ্যে কিছু সংখ্যক শিশু অসুস্থ্য হতেই পারে। ভিটামিন ক্যাপসুল খেয়ে কেউই অসুস্থ্য হননি। মূলত কৃমি নাশক ট্যাবলেটের ফলে শিশুদের বমি বমি ভাব ও পাতলা পায়খানা দেখা দেয়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: এহছানুল করীম বলেন, সদরে প্রায় ৭০ জন শিশুকে বমি ও পাতলা পায়খানা দেখা দিয়ে হাসপাতালে আনা হয়। এদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরই তারা সুস্থ্য হয়ে উঠে। এতে ভয় পাওয়ার কিছুই নেই। এটা মামুলি ব্যাপার।
ওয়ান নিউজ
Leave a Reply