বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মুন্সীগঞ্জের লৌহজংয়ের গোয়ালীমান্দ্রায় ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শনে যাচ্ছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে গোয়ালীমান্দ্রা গ্রামে পৌঁছানের কথা রয়েছে খালেদার। বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ এস এম সালেহ আহমেদ স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় জানা গেছে, শুক্রবার দুপুর আড়াইটার দিকে গুলশানের বাসভবন থেকে মুন্সীগঞ্জ জেলার উদ্দেশ্যে রওনা হবেন খালেদা। এরপর জেলার লৌহজং উপজেলার হলুদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা গ্রামে বিকেল সাড়ে ৪টায় পৌঁছে ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করবেন তিনি।
গোয়ালীমান্দ্রায় এক ঘণ্টা অবস্থান করে বিকেল সাড়ে ৫টার দিকে লৌহজং উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে বলেও ফ্যাক্স বার্তায় উল্লেখ করা হয়েছে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল বাংলানিউজকে জানান, খালেদা জিয়ার আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৪ মার্চ রাত সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের গোয়ালীমান্দ্রা গ্রামের ঋষিবাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন কালী মন্দিরে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় সেখানে থাকা ৩টি কালী মূর্তি ভাঙচুর করা হয়।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply