বাল্য বিবাহ থেকে একটি মেয়ের জীবন রক্ষা করল রেডিও বিক্রমপুর

শনিবার রেডিও বিক্রমপুর শ্রোতা ফিডব্যাক এর মাধ্যমে জানতে পারে মুন্সিগঞ্জ পৌরসভার দেওভোগ বাজার সংলগ্ন সেলিম হাওলাদারের মেয়ে মোসাম্মত সেলিনা আক্তার রিমি (১৫) এর বাল্য বিবাহ সংঘটিত হচ্ছে। রেডিও বিক্রমপুর তাৎক্ষনিক ভাবে নিজ উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা এই বিবাহ বন্ধ করার জন্য মেজিষ্ট্রেট লাবনী চাকমা কে দায়িত্ব দিলে তিনি তার ভ্রাম্যমান আদালত, পুলিশ ও রেডিও বিক্রমপুর কে নিয়ে বিবাহের আসরে উপস্থিত হন এবং মেয়ের জন্ম নিবন্ধন সনদ দেখে প্রমাণ করেন যে মেয়ের বয়স মাত্র ১৫ বছর। পরে জানা যায় মেয়েটি কেবল মাত্র এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। অত:পর লাবনী চাকমা এ বিয়ে বন্ধ করে দেয় এবং মেয়েটির বাবা মার কাছ থেকে এই মর্মে মুছলেখা নেন যে মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেওয়া যাবে না এবং যদি বিয়ে দেয়া হয় তাহলে বিয়ের সাথে সংশ্লিষ্ঠ সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওয়ান নিউজ

Leave a Reply