সিরাজদীখানে ৩ দিনের কালী মেলা শুরু

৫’শ বছরের ঐতিহ্যবাহী ৩ দিন ব্যাপী কালী মেলা শুরু হয়েছে মুন্সীগঞ্জের সিরাজদীখানে। সোমবার দিবাগত রাতে সিরাজদীখানের শেখর নগর কালী মন্দিরে এ মেলা শুরু হয়। সহস্রাধিক ষ্টল বরাদ্ধ দেওয়া হয়েছে এ মেলায়। মিষ্টান্ন, খেলনা, কারু-চারুশিল্প, প্রসাধনী ও মৃতশিল্পের পসরা জমিয়েছেন দোকানীরা। প্রতি বছরের চৈত্র মাসে হাজার হাজার পাঠা ও শান্তির কবুতর কালীর উদ্দেশ্যে বলি দেওয়া হয়ে থাকে এ মেলায়।

বাংলাদেশ ছাড়াও পার্শ্ববর্তী ভারত, শ্রীলংকা, নেপাল সনাতন ধর্মালম্বী সাধু-গুরুদের আগমন ঘটে এ মেলায়। শেখর নগর কালী মেলা পরিচালনা কমিটি এ মেলার আয়োজন করে থাকে।

আয়োজক সংগঠনের সদস্য দেবব্রত দাস টুটুল জানান, প্রায় ৫’শ বছর যাবত এ কালী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। দেশের বিভিন্ন জেলা-উপজেলা ও গ্রাম থেকেও পূন্যার্থীরা এ মেলায় এসে থাকেন।

বুধবার দিবাগত মধ্য রাত থেকে শুরু করে কাল বৃহস্পতিবার ভোর পর্যন্ত কয়েক হাজার পাঠা ও কবুতর বলি দেওয়ার মধ্য দিয়ে এ মেলার সমাপ্তি টানা হবে।

নিউজ ওয়ান

Leave a Reply