চরাঞ্চলের সন্ত্রাসীদের তৈরী করা ককটেল হরতালে ব্যবহারের জন্য বিক্রি

মুন্সিগঞ্জ জেলা আইন-শৃক্সখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় চরাঞ্চলের বিভিন্ন গ্রামে সন্ত্রাসীদের তৈরী করা ককটেল হরতালে ব্যবহারের জন্য বিক্রি, ওয়াজ মাহফিলের অজুহাতে জামায়াত শিবিরের সরকার বিরোধী বক্তব্য, মাদকের গডফাদারদের গ্রেফতার, অবৈধ বালু ব্যবসার কারনে মুক্তারপুর সেতু হুমকির মুখে, মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে মাদকের ট্রানজিট পয়েন্টসহ একাধিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিএসবি’র মুন্সিগঞ্জের মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের দুর্বল কার্যক্রমের বিষয়ে বক্তব্য রেখে তাদের কর্মকান্ড আরও শক্তিশালী করে তোলার দাবি জানানো হয়।


জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ মো. লুৎফর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আনিসুজ্জামান আনিস, টঙ্গিবাড়ী উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, লৌহজং উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির বেপারী, র‌্যাব-১১’র এএসপি রবিউল ইসলাম, টঙ্গিবাড়ী উপজেলা আ’লীগের সভাপতি জগলুল হাওলাদার ভুতু, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী দীপু প্রমুখ।

এছাড়া মুক্তিযোদ্ধা সংসদের জেলা শাখার সাবেক আহবায়ক মোহাম্মদ হোসেন বাবুল, জেলা জাতীয় পার্টির সভাপতি মু. কলিমউল্লাহ, সচেতক নাগরিক কমিটির সভাপতি খালেদা খানম, জেলা আ’লীগের যুগ্ন সম্পাদক মো. তোফাজ্জল হোসেনসহ কমিটির সদস্যবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউপিবি

Leave a Reply